How to Freeze Trading Account: কিছুদিন আগেই একজন মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারী সমাজমাধ্যমে স্ক্রিনশট শেয়ার করে লিখেছিলেন যে একটি জনপ্রিয় ব্রোকারেজ অ্যাপএর মাধ্যমে একটি ফান্ডে টাকা জমা করেছিলেন তিনি। সেই টাকা তাঁর অ্যাকাউন্ট (Demat Account) থেকে কেটে নেওয়া হয়েছে, অ্যাপেও দেখাচ্ছে সেই টাকার অঙ্ক। অথচ সেই পরিমাণ টাকা আদৌ নাকি ঐ ফান্ড হাউজের কাছে জমাই হয়নি অর্থাৎ ব্রোকারেজ সংস্থা সেই টাকা জমা করেনি। যদিও এই তথ্য সম্পূর্ণ অস্বীকার করেছিল সেই ব্রোকারেজ সংস্থা। বিনিয়োগ সংক্রান্ত বহুরকম জালিয়াতির ঘটনা এর আগেও ঘটেছে। তবে নিজের ট্রেডিং অ্যাকাউন্ট (Trading Account) বা ডিম্যাট অ্যাকাউন্টকে (How to Freeze Demat Account) কীভাবে ঝুঁকিমুক্ত রাখবেন ? আপনার অজান্তেই এখানে লেনদেন হচ্ছে না তো ? কিভাবে চটজলদি ফ্রিজ করবেন ?


নানা কারণে এই অ্যাকাউন্ট ফ্রিজ করা হতে পারে। আপনার যদি মনে হয় আপনার ডিম্যাট অ্যাকাউন্ট অন্য কেউ অনৈতিকভাবে পরিচালনা করছে বা সেখানে কোনও অযাচিত লেনদেন হচ্ছে, তবে আপনি ফ্রিজ করাতে পারেন ডিম্যাট অ্যাকাউন্ট। নিরাপত্তা রক্ষার খাতিরেও এই অ্যাকাউন্ট ফ্রিজ করা যায়। কোনও দীর্ঘমেয়াদি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার সময় এই অ্যাকাউন্ট আপনি চাইলে ফ্রিজ করে রাখতে পারেন। আবার অনেকক্ষেত্রে আপনার ডিপোজিটরি পার্টিসিপেন্টের কাছে যথাযথ KYC জমা না করালেও নিজে থেকেই সেই সংস্থা আপনার ডিম্যাট অ্যাকাউন্ট ফ্রিজ করাতে পারে। তবে একবার ফ্রিজ করলে তা যে আর ফেরত পাওয়া যাবে না, এমন নয়। ফ্রিজ করা অ্যাকাউন্ট নির্দিষ্ট নিয়ম মেনে আবার পুনরুদ্ধার করা যায়।


নিজে ফ্রিজ করাতে চাইলে কী করবেন


আপনার ডিপোজিটরি পার্টিসিপেন্টের থেকে একটি ফ্রিজ রিকোয়েস্ট ফর্ম ফিল আপ করুন।


আপনার প্যান কার্ডের একটি স্ব-প্রত্যয়িত কপির সঙ্গে তা জমা করুন।


এই ফর্মে উল্লেখ করুন রিকোয়েস্ট ডেট, ফ্রিজ টাইপ (ডেবিট বা ক্রেডিট), অ্যাক্টিভেশন টাইপ (কারেন্ট বা ফিউচার), কেন ফ্রিজ করতে চাইছেন তাঁর কারণ, জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডারদের স্বাক্ষর ইত্যাদি।


কিছু কিছু সংস্থা অনলাইনেই ই-টিকিট সিস্টেমের মাধ্যমে এই সুবিধে দিয়ে থাকে।


রিকোয়েস্ট সাবমিট করার ৭২ দিনের মধ্যেই এই ডিপোজিটরি পার্টিসিপেন্ট আপনার রিকোয়েস্ট প্রসেস করবে।


আপনার অ্যাকাউন্ট ফ্রিজ থাকার সময় আপনি কোনওভাবেই ট্রেডিং করতে পারবেন না, কোনও লেনদেন করাতে পারবেন না। এই ফ্রিজিং বা আনফ্রিজিংয়ের ক্ষেত্রে কিছু চার্জ দাবি করে ডিপোজিটরি পার্টিসিপেন্ট যা একেক ক্ষেত্রে একেক রকম হয়ে থাকে।


আরও পড়ুন: RVNL Share: রকেটগতি RVNL শেয়ারে! এখনই বেচবেন? না কি Hold করবেন?