e-Filing ITR: ২০২৩-২৪ অর্থবর্ষ চালু হয়ে গিয়েছে। করদাতাদের জন্য এখন খুবই ব্যস্ত সময়। আয়করের রিটার্ন জমা দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এরই মধ্যে আয়কর বিভাগ আরেকটি নতুন ফিচার্স চালু করেছে তাঁদের পোর্টালে। এই নতুন ফিচার্সের মাধ্যমে করদাতার একটিমাত্র ক্লিকেই আয়করের সমস্ত নোটিশ দেখতে পেয়ে যাবেন।


কী সুবিধা পাওয়া যাবে পোর্টালে


আয়কর বিভাগের এই নতুন ফিচার্সটি ই-প্রসিডিং সেকশনে যুক্ত করা হয়েছে। এই নতুন ট্যাবে ক্লিক করে ব্যবহারকারীরা খুব সহজেই এক জায়গায় একত্রে সমস্ত বাকি থাকা কর জমার প্রক্রিয়াগুলি দেখতে পারবেন, ট্র্যাক করতে পারবেন। করদাতাদের জন্য সমস্ত বিজ্ঞপ্তি এখানেই দেখা যাবে খুব সহজে। এখানে সার্চ অপশনও দেওয়া হয়েছে।


FAQ-তে দেওয়া য়েছে এই তথ্য


আয়কর বিভাগ তাঁর ই-ফাইলিং পোর্টালের FAQ অংশে এই নতুন ফিচার্সের উল্লেখ করেছে এবং সেখানেই এই নতুন ফিচার্স সম্পর্কে দীর্ঘ ব্যাখ্যা করেছে। এই নতুন ফিচার্সের বিষয়ে আয়কর বিভাগ জানিয়েছে যে, ই-ফাইলিং পোর্টালে উপলব্ধ ই-প্রসিডিং ট্যাবটি আয়কর বিভাগের জারি করা সমস্ত নোটিশ, বিজ্ঞপ্তির প্রত্যুত্তর জানানোর একটি উপযুক্ত বৈদ্যুতিন মাধ্যম।


আয়কর বিভাগের এই পোর্টালে কী যোগাযোগ পাওয়া যাবে


ধারা ১৩৯ (৯)-এর অধীনে ত্রুটিপূর্ণ বিজ্ঞপ্তি


ধারা ২৪৫ এর অধীনে তথ্য-চাহিদা ভারসাম্যের বিরুদ্ধে


ধারাক ১৪৩(১)(এ)-এর অধীনে প্রাইমা ফেসি অ্যাডজাস্টমেন্ট


ধারা ১৫৪-এর অধীনে suo-moto সংশোধন


অ্যাসেসিং অফিসার বা অন্য কোনও আয়কর বিভাগের আধিকারিকের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তি


স্পষ্টীকরণের দাবিতে যোগাযোগের সুবিধা


কী জানিয়েছে আয়কর বিভাগ


আয়কর বিভাগ জানিয়েছে যে, এই সুবিধা পোর্টালে আসার পর করদাতাদের উপর কমপ্লায়েন্সের বোঝা কমে যাবে। প্রতিটি কাজে তাঁদের আয়কর অফিসে যেতে হবে না। তাছাড়া আয়কর বিভাগের পক্ষ থেকে কোনও বিজ্ঞপ্তি জারি হলে সমস্ত কিছুর উপর নজর রাখা করদাতাদের জন্য সুবিধেজনক হবে।


আয়কর আইনের ১৯৪-১ এ, ১৯৪-১বি, ১৯৪এম ও ১৯৪ এস ধারা অনুসারে ২০২৪ সালের মার্চে যে টিডিএস কেটে নিয়েছে তাঁর সার্টিফিকেট আগামী ১৫ মে-র মধ্যে জমা করা জরুরি। এছাড়াও ফর্ম নং ২৪জি অনুসারে টিডিএস বা টিসিএস কেটে নেওয়া হলে তা ফেরতের দাবি জানানোর শেষ দিন ১৫ মে। এছাড়াও এই মাস জুড়েই আয়কর জমা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তারিখ রয়েছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: PM Kisan Yojona: আগের কিস্তির টাকা পেয়েছেন, পিএম কিষাণ যোজনার ১৭তম কিস্তির টাকা কবে ঢুকবে ?