সোমনাথ মিত্র, তারকেশ্বর: খালের ওপর সরকারি জায়গা দখল করে অবৈধ নির্মাণের অভিযোগ উঠল তৃণমূলের একজন পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই তৃণমূল সদস্যকে ধমক দিয়ে অবৈধ নির্মাণের কাজ আটকাল পুলিশ। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার তারকেশ্বর (Tarakeswar) বালিগোড়ি ১ নম্বর পঞ্চায়েত এলাকায়।


যদিও অভিযুক্ত ওই পঞ্চায়েত সদস্য অনিল বাগের দাবি, "আমি মানুষের অসুবিধা করে কিছু করিনি। যদি প্রয়োজন হয় তবে ভেঙে দেবে প্রশাসন।" এদিকে স্থানীয় পঞ্চায়েত প্রধান দীনবন্ধু মাটি জানিয়েছেন, এই বিষয়ে কোনও অনুমতি ওনাকে দেওয়া হয়নি। ওনাকে নির্মাণ কাজ বন্ধ করতে বলা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।


তারকেশ্বর ব্লকের বালিগোড়ি ১ নম্বর পঞ্চায়েতের জ্যোৎশম্ভু এলাকায় রাস্তার পাশে এবং একটি খালের উপর বাঁশ দিয়ে নির্মাণ কাজ চলছিল। অবৈধ নির্মাণ নিয়ে প্রচার করার পাশাপাশি তারকেশ্বরে কয়েকদিন আগে বুলডোজার চালিয়েছে প্রশাসন। তাই এক্ষেত্রে নতুন করে অবৈধ নির্মাণের খবর পেয়েই সরাসরি নির্মাণস্থলে পৌঁছান  তারকেশ্বর থানার ওসি। ঘটনাস্থলে হাজির হয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন পাশাপাশি যিনি নির্মাণ করাচ্ছিলেন তাঁকে ডাক করান। স্থানীয় পঞ্চায়েত সদস্য অনিল বাগ ঘটনাস্থলে পৌঁছতেই রীতিমত ধমক দেন পুলিশ আধিকারিক। "কার অনুমতি নিয়ে আপনি এটা করছেন " পুলিশ আধিকারিকের এই প্রশ্নের মুখে পড়েন ওই তৃণমূল সদস্য। পাশাপাশি তিনি নিজেই পুলিশকে জানান এটা পিডব্লুডির র জায়গা। এরপরই যেটুকু কাজ হয়েছে তা ২ ঘণ্টার মধ্যে খুলে ফেলার নির্দেশ দেন পুলিশ আধিকারিক।


এই বিষয়ে তৃণমূল সদস্য অনিল বাগ বলেন, "আমি কোনও জায়গা ভরাট করিনি। পাশে একটা নির্মাণ আছে, তাই আমি বাঁশ দিয়ে আর একটা নির্মাণ কাজ করছিলাম। তবে এত যদি কারও অসুবিধা হয়,যদি বেআইনি হয় তাহলে খুলে নেব। সরকারের যখন মনে হবে ভেঙে দেবে, সেখানে আমাদের কোনও কথা চলবে কি ? তবে পাশে একটা নির্মাণ আছে, সেটা যদি বেআইনি না হয়, তাহলে আমারটা কি করে বেআইনি হবে? তবে এটা করার জন্য কেউ আমায় অনুমতি দেয়নি।"


বালিগোড়ি ১ নম্বর পঞ্চায়েত প্রধান দীনবন্ধু মাটি জানিয়েছেন, "এ বিষয়ে কোন অনুমতি ওনাকে দেওয়া হয়নি। ফুটপাত দখল করে কোনও কিছু নির্মাণ করা যাবে না এটা আগেও বলা হয়েছে। হয়তো ভুল করে নির্মাণ করছিলেন। আমাদের পঞ্চায়েত সমিতির এক সদস্য ওনাকে নির্মাণ কাজ করতে বারণ করেছেন । উনি সিনিয়ার সদস্য নির্মাণ কাজ বন্ধ রেখেছেন।"


এপ্রসঙ্গে তারকেশ্বরের বিজেপি নেতা গণেশ চক্রবর্তী বলেন, "পুলিশ যে কাজ করেছে তা খুব ভালো কাজ করেছে। কিন্তু বিষয়টা হচ্ছে তৃণমূল সদস্য সরকারি জায়গা দখল করে নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের জন্য দোকান করাচ্ছেন। যেখানে রাজ্যের অনেক জায়গায় দখলদারকে সরিয়ে দেওয়া হচ্ছে, সেখানে তিনি কে হরিদাস পাল যে তাঁর নির্মাণ করতে হবে ? আইন সবার জন্যই সমান হওয়া উচিত।"


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: