ITR Refund: ২০২৩-২৪ অর্থবর্ষ এবং ২০২৪-২৫ অর্থবর্ষে এখনও পর্যন্ত জমা করা আইটিআর রিটার্ন ফাইলের মধ্যে ৭ কোটি ২২ লক্ষ ৬০ হাজার ফাইল ইতিমধ্যে প্রসেসিং হয়েছে বলে জানা গিয়েছে। অর্থাৎ ভেরিফায়েড আইটিআরের (ITR Return) মাত্র ৭৯ শতাংশই কেবল প্রসেসিং হয়েছে ২৬ অগাস্ট ২০২৪ পর্যন্ত। এখনও ২১ শতাংশ রিটার্ন ফাইল প্রসেসিং করা বাকি আছে আয়কর বিভাগের। যে সমস্ত করদাতার আয়কর রিটার্ন ফাইল এখনও প্রসেসিং হয়নি, তারা এখনও দিন গুণছেন।
আয়কর বিভাগের দেওয়া তথ্য অনুসারে, ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য মোট ৭ কোটি ৪৫ লক্ষ ২৮ হাজার আইটিআর ফাইল জমা হয়েছে। এর মধ্যে মাত্র ৭ কোটি ২২ লক্ষ ৬০ হাজার ফাইল ভেরিফিকেশন হয়েছে। আর এর মধ্যে মাত্র ৫ কোটি ৭১ লক্ষ ৬০ হাজার ফাইল প্রসেসিং করেছে আয়কর বিভাগ। ভেরিফায়েড আইটিআর রিটার্নের ৭৯ শতাংশই কেবল প্রসেসিং হয়েছে বলে জানা গিয়েছে। তবে এখনও দেশে প্রায় দেড় কোটি করদাতা দিন গুণছেন, কবে তাদের রিটার্ন ফাইল প্রসেস হবে এবং রিফান্ড পাবেন। ২১ শতাংশ ফাইল প্রসেসিং বাকি রয়েছে এখনও।
এই ২১ শতাংশের মধ্যে বহু করদাতাই রয়েছেন যারা ফাইল প্রসেসিং হওয়ার পরে রিফান্ড পাবার আশায় রয়েছেন। ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য রিটার্ন ফাইলিংয়ের শেশ দিন ছিল ৩১ মার্চ ২০২৪। আর সেই শেষ দিনেই প্রায় ৭০ লক্ষ ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল হয়েছে।
সংসদের বাদল অধিবেশনে ফিনান্স বিল সম্পর্কে আলোচনা করতে গিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন ২০১৩-১৪ অর্থবর্ষে আয়কর রিটার্ন ফাইল প্রসেসিং করতে ৯৩ দিন সময় লেগেছিল যা ২০২৩-২৪ অর্থবর্ষে কমিয়ে আনা হয় ১০ দিনের মধ্যে। ১১ অগাস্ট প্রকাশিত ডিরেক্ট ট্যাক্স কালেকশন সংস্থার তথ্য অনুসারে কর্পোরেটের আয়কর রিটার্ন ফাইল যত তাড়াতাড়ি প্রসেসিং হচ্ছে, তাঁর থেকে বেশি সময় লাগছে সেই সমস্ত করদাতাদের ফাইল প্রসেসিংয়ে যারা নিজেরাই নিজেদের আইটিআর রিটার্ন জমা করেছেন। ১১ অগাস্ট পর্যন্ত ডিরেক্ট ট্যাক্স কালেকশনের তথ্য অনুসারে ৪ লক্ষ ৮১ হাজার কোটি টাকার পার্সোনাল ট্যাক্স জমা পড়েছে ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য। সেখানে মাত্র ৩৪ হাজার ৫৪৬ টাকা রিফান্ড দেওয়া হয়েছে করদাতাদের।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Mutual Fund: মাত্র ৯ মাসেই বিনিয়োগ দ্বিগুণ, দারুণ মুনাফা দিয়েছে এই ফান্ড