কলকাতা: একদিন পেরোলেই শুরু হতে চলেছে নতুন অর্থবর্ষ (financial year)। ২০২২ সালের পয়লা এপ্রিল থেকে শুরু হচ্ছে ২০২২-২৩ আর্থিক বর্ষ। এবার থেকে কিন্তু আয়কর আইনের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন হতে চলেছে। ফলে আগামী অর্থবর্ষের কথা ভেবে কর বাঁচানোর জন্য এখন থেকেই নজর রাখতে হবে নয়া নিয়মের (new rule) উপর। সেগুলি কী নিয়ম? দেখে নেওয়া যাক।
করের আওতায় ক্রিপ্টো:
আগামী অর্থবর্ষ থেকেই করের আওতায় পড়তে চলেছে ক্রিপ্টো (crypto) সম্পত্তি। ২০২২ সালের বাজেটেই সেই নিয়মের কথা বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ভার্চুয়াল বা ডিজিটাল সম্পত্তি যেমন ক্রিপ্টোকারেন্সি (cryptocurrency) বা এনএফটি (NFT)-থেকে আয়ের উপর ৩০ শতাংশ আয়কর (Income Tax) চাপছে। যদি একের অধিক ক্রিপ্টোকারেন্সি থাকে, তাহলে একটি ক্রিপ্টোর ক্ষতি (loss) দিয়ে অন্য একটি ক্রিপ্টোর আয় (Profit) ভারসাম্য করা যাবে না। যে ক্রিপ্টোকারেন্সি থেকে যতটা লাভ হবে তার উপরেই কর দিতে হবে। ডিজিটাল (figital) ধরনের লেনদেন ক্রমশ বাড়তে থাকায় ডিজিটাল সম্পত্তির উপর কর বসানো হয়েছে বলে জানিয়েছিলেন অর্থমন্ত্রী।
পিএফ থেকে কর:
পয়লা এপ্রিল থেকে আয়করের নতুন আইন চালু করছে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স (Central Board of Direct Taxes)। বছরে আড়াই লক্ষ টাকা পর্যন্ত পিএফ অ্যাকাউন্টে রাখলে তা করমুক্ত। কিন্তু তার চেয়ে বেশি টাকা রাখলে সেখান থেকে যা সুদ (interest) আসবে তার উপর কর বসানো হবে।
কোভিড চিকিৎসায় করছাড়:
কোভিড (covid) চিকিৎসার জন্য টাকা নেওয়া হলে তাতে করছাড় দেওয়া হবে। কোভিডে কোনও ব্যক্তির মৃত্যু হলে তাঁর পরিবার যে ক্ষতিপূরণ পাবে তাতে দশ লক্ষ টাকা পর্যন্ত করছাড় থাকবে, যদি মৃত্যুর ১২ মাসের মধ্যে ওই ক্ষতিপূরণ পাওয়া যায়। ২০২০ সালের পয়লা এপ্রিল থেকে এই হিসেব করা হবে।
বিশেষ ছাড়:
বিশেষভাবে সক্ষম কোনও ব্যক্তির অভিভাবক ওই ব্যক্তির জন্য বিমা (insurance) নিতে পারেন। সেটি করছাড়ের আওতায় পড়বে।
NPS নিয়ম:
এবার রাজ্য সরকারের অধীনস্থ কর্মীরা 80CCD(2) ধারার অধীনে NPS এর জন্য করছাড়ের আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: আজই শেষদিন, দ্রুত সারতে হবে এই কাজগুলি