নয়াদিল্লি: ভারত ও আমেরিকার মধ্যে শুল্ক নিয়ে টানাপোড়েন অব্যাহত। তার জেরে আমেরিকায় ডাক পরিষেবা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত। রাশিয়ার থেকে তেল কেনার জন্য শাস্তিস্বরূপ ভারতের উপর দুই দফায় ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২৫ অগাস্ট থেকে ওই হারে শুল্ক কার্যকর হওয়ার কথা। সেই মতোই আপাতত আমেরিকায় ডাক পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ভারতীয় ডাক বিভাগ। কিছু ব্যতিক্রম ছাড়া বাকি সব পরিষেবা বন্ধ থাকছে আপাতত। (India-US Relations)

ভারতীয় ডাকঘরের তরফে জানানো হয়েছে, আমেরিকার নয়া শুল্কনীতির জেরে ডাক পরিষেবাতেও বেশ কিছু পরিবর্তন ঘটতে চলেছে। তাই আপাতত ২৫ অগাস্ট থেকে আপাতত পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে চিঠি, নথি এবং ১০০ ডলার পর্যন্ত মূল্যের উপহার পাঠানো যাবে আমেরিকায়। আমেরিকার ডাক বিভাগ এবং সেদেশের সীমান্ত নিরাপত্তা বিভাগের তরফে কিছু জানানো হলে, সকলকে সেব্যাপারে অবহিত করা হবে বলে জানিয়েছে ভারতীয় ডাক বিভাগ। (US Tariff on India)

গত ৩০ জুলাই আমেরিকার তরফে যে নির্দেশিকা জারি করা হয়, সেই অনুযায়ী, ৮০০ ডলার পর্যন্ত মূল্যের পণ্যকে শুল্কমুক্ত রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। বলা হয়, ২৯ অগাস্ট থেকে আমেরিকায় যত ভারতীয় পণ্য ঢুকবে, সবের উপর ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকনমিক পাওয়ার অ্যাক্টের আওতায় শুল্ক চাপবে। শুধুমাত্র ১০০ ডলার মূল্য পর্যন্ত জিনিসপত্রই শুল্কমুক্ত থাকবে। নয়া নির্দেশিকায় বলা হয়, আমেরিকার শুল্ক বিভাগ এবং সীমান্তরক্ষা বিভাগের অনুমোদনপ্রাপ্ত কোনও ‘যোগ্য পক্ষ’ই শুল্ক আদায় বা তা হ্রাস করতে পারবে। কিন্তু এই ‘যোগ্য পক্ষ’ কারা, তা এখনও স্পষ্ট নয়। কী প্রক্রিয়ায় শুল্ক গ্রহণ করা হবে, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। ফলে ধন্দ ছড়িয়েছে। 

আর সেই কারণেই ১০০ ডলারের বেশি মূল্যের পণ্য পাঠানোর পরিষেবা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ডাক বিভাগ। জানা গিয়েছে, এ নিয়ে আমেরিকার সঙ্গে কথাবার্তা চলছে। যত দ্রুত সম্ভব পরিষেবা পুনরায় চালু করতে জোর দিচ্ছেন দুই তরফের প্রতিনিধিরা। যাঁরা জিনিস অর্ডার করেও হাতে পাবেন না, তাঁদের টাকা ফেরত দেওয়া হবে বলে ঠিক হয়েছে।