Tech News: নতুন মোবাইল কিনলেই প্রি-ইনস্টল অ্যাপের মুখোমুখি হতে হয় গ্রাহকদের। অনেক ক্ষেত্রে এই অ্য়াপগুলি গ্রাহকের কাজে লাগলেও কিছু অ্যাপ পছ্ন্দ করেন না ব্যবহারকারীরা। এবার সেই প্রি-ইনস্টল অ্যাপ নিয়ে নতুন নিয়ম করতে পারে ভারত সরকার। 


Smartphone News: সব কোম্পানিকে এই সুবিধা দিতে হবে
রয়টার্সের প্রতিবেদন বলছে, ভারত সরকার স্মার্টফোনে প্রি-ইন্সটল অ্যাপের ব্যাপারে কঠোর নিয়ম আনতে চলেছে। এবার থেকে স্মার্টফোন কোম্পানিগুলোকে প্রি-ইনস্টলড অ্য়াপ আনইনস্টল করার অনুমতি দিতে হবে। অন্তত সেই দিকেই দিক নির্দেশ করতে পারে কেন্দ্র। বর্তমানে দেশে প্রি-ইন্সটলড অ্যাপ সরিয়ে ফেলার সুবিধা দেয় না মোবাইল কোম্পানিগুলি। মনে করা হচ্ছে, এসব অ্যাপ জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে হুমকির কারণ হতে পারে, তাই এই বিষয়ে নতুন করে ভাবছে সরকার।


Pre-Installed Apps: পাশাপাশি ওএস আপডেটের প্রি-স্ক্রিনিং
শোনা যাচ্ছে,  এর বাইরে আরও একটি নতুন নিয়মের পথে হাঁটতে চলেছে ভারত সরকার। যেখানে ওপারেটিং সিস্টেম আপডেটের ক্ষেত্রেও প্রি-স্ক্রিনিংয়ের সুযোগ দিতে হবে ব্যবহারকারীদের।  আগামী দিনে বাধ্যতামূলকভাবে কোম্পানিকে এই প্রি- স্ক্রিনিংয়ের সুবিধা দিতে হবে । প্রি-ইন্সটল অ্যাপের বিষয়ে ইতিমধ্য়েই সক্রিয় হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ব্যবহারকারীদের এই অ্যাপগুলি সরানোর সুবিধা সংক্রান্ত একটি আইন করেছে EU। তবে ভারতে বিশ্বে প্রথম ওএস আপডেটের প্রি-স্ক্রিনিং সংক্রান্ত আইন হতে চলেছে।


Tech News: কেনত কড়া হচ্ছে  সরকার
রয়টার্সের খবর অনুযায়ী, তথ্য প্রযুক্তি মন্ত্রক ব্যবহারকারীদের ডেটার অপব্যবহার, গুপ্তচরবৃত্তির মতো বিষয় নিয়ে উদ্বিগ্ন। সেই কারণেই এই নতুন নিয়মগুলির বিষয়ে বিবেচনা করা হয়েছে। সরকার চায়, চিন-সহ অন্য কোনও দেশ যাতে প্রি -ইনস্টল অ্যাপের সুযোগ না নিতে পারে সেদিকে কড়া পদক্ষেপ গ্রহণ। জাতীয় নিরাপত্তার জন্য এই কড়া পদক্ষেপ নিতে চলেছে মোদি সরকার।


Smartphone News: এসব কোম্পানি ক্ষতিগ্রস্ত হতে পারে
 আনুষ্ঠানিকভাবে এসব নিয়ম সম্পর্কে এখনও কিছু বলা না হলেও, ভারত বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোনের বাজার। নতুন নিয়ম কার্যকর হলে দেশের বিভিন্ন স্মার্টফোন কোম্পানির লঞ্চ শিডিউল ক্ষতিগ্রস্ত হতে পারে। নতুন নিয়মটি স্যামসাং, শাওমি, ভিভো ও অ্যাপল সহ সেই সব স্মার্টফোন সংস্থাগুলির উল্লেখযোগ্য ক্ষতি করতে পারে, যারা আগে থেকে ইনস্টল করা অ্যাপগুলি থেকে অর্থ উপার্জন করে।


Rent Agreement Rule: কেন বাড়ি ভাড়ায় ১১ মাসের চুক্তি হয় ? ভাড়াটিয়া না বাড়িওয়ালা কার সুবিধে এতে