Continues below advertisement

ADB On Indian Economy : ফের ভারতের অর্থনীতির (Indian Economy) জন্য সুখবর দিল আন্তর্জাতিক এই ব্যাঙ্ক। ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাসের অনুমান বাড়িয়েছে এই সংস্থা। স্বাভাবিকভাবেই যা বিশ্বমঞ্চে ভারতের অর্থনীতির ভাবমূর্তি উজ্জ্বল করবে। 

কী বলেছে এই ব্যাঙ্কসম্প্রতি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (ADB)২০২৫-২৬ অর্থবছরের জন্য ভারতের বৃদ্ধির পূর্বাভাস ৬.৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭.২ শতাংশ করেছে। এর মূল কারণ হল সাম্প্রতিক GST হার হ্রাসের ফলে অভ্যন্তরীণ ভোগ বৃদ্ধি। ভারতীয় অর্থনীতির এই দ্রুত বৃদ্ধি এশিয়ার দ্রুত বৃদ্ধিতেও সহায়তা করবে বলে মন্তব্য করেছে ADB ।  যা এখন পূর্বের অনুমান ৪.৮ শতাংশের তুলনায় এই বছর ৫.১ শতাংশ হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

Continues below advertisement

ADB রিপোর্টে কী বলা হয়েছে ADB-এর ডিসেম্বরের এশিয়া ডেভেলপমেন্ট আউটলুক রিপোর্টে বলা হয়েছে, "২০২৫ সালের জন্য ভারতের বৃদ্ধির পূর্বাভাস ৭.২ শতাংশে উন্নীত করা হয়েছে, যা দ্বিতীয় ত্রৈমাসিকে প্রত্যাশার চেয়েও শক্তিশালী প্রবৃদ্ধির প্রতিফলন ঘটায়। জিএসটি কর বাদ দেওয়ার ফলে ভোগ বৃদ্ধি পেয়েছে।" সেপ্টেম্বরে শেষ হওয়া দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের অর্থনীতি ৮.২ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে, যা গত ছয় ত্রৈমাসিকের মধ্যে সর্বোচ্চ।

প্রথম ত্রৈমাসিকে এটি ছিল ৭.৮ শতাংশ। এইভাবে, চলতি অর্থবছরের প্রথমার্ধে ভারত আট শতাংশ বৃদ্ধি অর্জন করেছে। এডিবি রিপোর্ট বলছে, সরবরাহের দিকে উৎপাদন ও পরিষেবা খাতে শক্তিশালী সম্প্রসারণ ও চাহিদার দিকে ভোগ ও বিনিয়োগ বৃদ্ধির কারণে এই শক্তিশালী বৃদ্ধি হয়েছে। তবে, ম্যানিলা-ভিত্তিক এই ডেভেনপমেন্ট ব্যাঙ্ক ২০২৬-২৭ অর্থবছরের জন্য তাদের পূর্বাভাস ৬.৫ শতাংশে বজায় রেখেছে।

মুদ্রাস্ফীতি সম্পর্কে এডিবির পূর্বাভাসপ্রতিবেদনে বলা হয়েছে, ভাল ফসল উৎপাদন, ভাল বর্ষা ও জিএসটি সংস্কার খাদ্যের দাম কম রেখেছে। এডিবি তাদের অর্থবর্ষে ২৬ মূল্যস্ফীতির পূর্বাভাস ৩.১ শতাংশ থেকে কমিয়ে ২.৬ শতাংশ করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে শাকসবজি এবং ডালের দাম কমার কারণে গত কয়েক মাসে মুদ্রাস্ফীতি তীব্রভাবে হ্রাস পেয়েছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )