নয়াদিল্লি: ব্রিটেনের সঙ্গে ৯৯ শতাংশ শুল্কমুক্ত বাণিজ্যচুক্তি স্বাক্ষর করল ভারত। সবমিলিয়ে ২০০ কোটি পাউন্ডের চুক্তি স্বাক্ষরিত হয়েছে দুই দেশের মধ্যে। এই চুক্তির ফলে কোনও রকম শুল্ক ছাড়া ব্রিটেনের বাজারে পৌঁছবে ভারতের ৯৯ শতাংশ রফতানি যোগ্য পণ্য। এতে ভারতের কৃষক, ছোট ব্যবসায়ীরা যেমন উপকৃত হবেন, তেমনই ব্রিটেনে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সাক্ষাতের পর দুই দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে উপকৃত হবেন পশ্চিমবঙ্গের কৃষক, শিল্পী এবং ব্যবসায়ীরা। (Narendra Modi)

ভারত-ব্রিটেন ৯৯ শতাংশ শুল্কমুক্ত বাণিজ্যচুক্তির আওতায় দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ব্রিটেনে পণ্য যাবে। উত্তরে জম্মু ও কাশ্মীর থেকে দক্ষিণের তামিলনাড়ু ও কেরল,  নানা রাজ্যের নানা পণ্য পৌঁছে যাবে ব্রিটেনের বাজারে। কোন রাজ্য থেকে কী পণ্য ব্রিটেনে রফতানি করা হবে, তার বিশদ তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে ব্রিটেনে রফতানি করার জন্য বেছে নেওয়া হয়েছে বালুচরী শাড়ি, দার্জিলিংয়ের চা, বঙ্গীয় ঘরানার নতুনগ্রামের কাঠের পুতুল এবং শান্তিকেতনের চামড়া। তামিলনাড়ু থেকে ব্রিটেনে পাঠানো হবে কাঞ্জিভরম শাড়ি, ত্রিপুরের উলের বস্ত্র, হলুদ, তাঞ্জভুরের পুতুল, ভেলোরের চপ্পল এবং তথ্য ও প্রযুক্তি সামগ্রী।  কেরল থেকে প্রাকৃতিক ও প্রসেসড রবার, হলুদ পাঠানো হবে ব্রিটেনে। জম্মু ও কাশ্মীর থেকে ব্রিটেনে পশমিনা শল, বাসমতি চাল, কাশ্মীরের কেশর, কাশ্মীরে কাঠের তৈরি ব্যাট রফতানি করা হবে। (India-UK FTA Deal)

গুজরাত থেকে পাঠানো হবে বাঁধনি কাপড়, মোরবির চিনেমাটির সামগ্রী, সুরতের হিরে। মহারাষ্ট্র থেকে কোলাপুরী জুতো-চপ্পল, প্রযুক্তি পরিষেবা। রাজস্থানের জয়পুরের রত্ন ও গয়না। উত্তরপ্রদেশ থেকে যাবে মেরঠের ক্রীড়াসামগ্রী, মাটির তৈরি জিনিসপত্র, আগ্রা ও কানপুরের চামড়া ও বাসমতি চাল। বিহার থেকে সিক্কী ঘাসের খেলনা, ভাগলপুরের সিল্ক শাড়ি, মাখানা ও শাহি লিচু। 

 

এর পাশাপাশি, চুক্তি অনুযায়ী, ব্রিটেনে কর্মরত ৭৫ হাজার ভারতীয়কে সামাজিক নিরাপত্তার জন্য কোনও টাকা দিতে হবে না আগামী তিন বছরের জন্য। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূস গয়াল জানিয়েছেন, এই চুক্তির ফলে ভারতের ৯৯ শতাংশ রফতানিযোগ্য পণ্যের উপর শুল্ক বসবে না। এর মধ্যে ৯৫ শতাংশ কৃষিজ পণ্য। স্বনির্ভর গোষ্ঠী, ছোট ও মাঝারি শিল্পের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা উপকৃত হবেন। ভারত থেকে কোনও রকম শুল্ক ছাড়াই ব্রিটেনের বাজারে ঢুকবে চিংড়ি, টুনা এবং বিভিন্ন সামুদ্রিক মাছ ও অন্য খাদ্যসামগ্রী। টেক্সটাইল পণ্যের উপর শুল্ক বসবে না। এই চুক্তির আওতায়, ব্রিটেন থেকে ভারতে হুইস্কি, জিন, প্রসাধনী, মেডিক্যাল ডিভাইস, গাড়ি রফতানিও সহজতর হবে।