Indian Economy: বদলে গিয়েছে দেশের আর্থিক অবস্থা। বিশ্বের তাবড় অর্থনীতিগুলিও স্বীকার করছে ভারতের উন্নয়নের কথা। রিপোর্ট বলছে, দেশের বহু মানুষের কাছে এখন হাজার কোটি টাকারও (Richest Indians)বেশি সম্পদ রয়েছে।


কত জনের কাছে হাজার কোটির বেশি সম্পদ
ভারতের দ্রুত অর্থনৈতিক বৃদ্ধির যুগে দেশে অতি ধনী লোকের সংখ্যাও দ্রুত বাড়ছে। গত পাঁচ বছরে হিসাববিহীন সম্পদের মালিকের সংখ্যা ৭৫ শতাংশের বেশি বেড়েছে। বর্তমানে, ভারতে এমন লোকের সংখ্যা 1300-র বেশি বেড়েছে, যাদের 1000 কোটি টাকারও বেশি সম্পদ রয়েছে।


এই প্রথমবার এই সংখ্যা দাঁড়িয়েছে
হরুন ইন্ডিয়া রিচ লিস্ট অনুসারে, বর্তমানে ভারতে 1000 কোটি টাকার বেশি সম্পদের লোকের সংখ্যা বেড়ে 1,319 হয়েছে। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট 2023-এ এই ধরনের ধনীর সংখ্যা 216 বেড়েছে। 278 জন নতুন ধনী ব্যক্তিদের এই ক্লাবে যোগ দিয়েছেন। এই প্রথম ভারতে ১০০০ কোটি টাকার বেশি সম্পদের সংখ্যা 1300 ছাড়িয়েছে। গত 5 বছরে ভারতে এ ধরনের মানুষের সংখ্যা 76 শতাংশ বেড়েছে।


 ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে আত্মবিশ্বাস বেড়েছে
ভারতীয় ব্যবসায়ীরাও আগামী দিনের বৃদ্ধি নিয়ে আশাবাদী।। হুরুন গ্লোবালের চেয়ারম্যান রুপার্ট হুগওয়ার্ফ বলেছেন, ভারতীয় ব্যবসায়ীরা বিশ্বের অন্যান্য দেশের ব্যবসায়ীদের চেয়ে বেশি আত্মবিশ্বাসী। নতুন বছর আরও ভালো হতে যাচ্ছে বলে মনে করছেন তারা। বিশ্বের অন্যান্য অঞ্চলে এমনটি হয় না। তবে বছর খারাপের আশঙ্কা প্রকাশ করছেন চিনা ব্যবসায়ীরা। এমনকি ইউরোপের ব্যবসায়িক মহলে তেমন বৃদ্ধির আশা দেখছে না। 


ভারত ও চিনের ধনীদের মধ্যে পার্থক্য
ভারত ও চিনের ধনীদের তুলনা করার সময় হুগওয়ার্ফ উল্লেখ করেছেন যে উভয় দেশের ধনীদের তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিদের মধ্যে পার্থক্য রয়েছে। ভারতের ক্ষেত্রে একটি পরিবার ভিত্তিক কাঠামো রয়েছে, যার ব্যবসায়িক সাম্রাজ্য প্রজন্ম ধরে চলে আসছে। চিনে বহু প্রজন্মের ব্যবসা প্রতিষ্ঠানের অভাব রয়েছে।  Hoogwerf ভারতের পরিবার-ভিত্তিক কাঠামোকে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি বিশ্বাস করেন, এই প্রজন্মের ধারা ভারতের ব্যবসায়িক ঐতিহ্যকে সমৃদ্ধ করবে ও দেশের বৃদ্ধিতে সাহায্য করবে। 


কোথা থেকে বেশি ধনী
হুগওয়ার্ফের মতে,আগামী বছরগুলিতে দুটি খাত থেকে সবচেয়ে ধনী ব্যক্তিরা উঠে আসবেন। প্রথম সেক্টর হল AI এবং দ্বিতীয় সেক্টর হল বৈদ্যুতিক যানবাহন। সাম্প্রতিক সময়ে অনেক কোম্পানি এআই থেকে উপকৃত হয়েছে। এই কারণে মাইক্রোসফটের মূল্যায়ন বেড়েছে ৭-৮ শত বিলিয়ন ডলার। বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে বিশেষ করে চিনে অনেক উন্নয়ন ঘটছে।


Upcoming IPO: আগামী সপ্তাহে আসছে এই ১৩ আইপিও, কোনটিতে কত খরচ ?