WhatsApp AI Search: হোয়াটসঅ্যাপে (WhatsApp) আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI), যার নাম মেটা এআই (Meta AI)। মেটা- র সিইও মার্ক জুকেরবার্গ অবশ্য এই নতুন পরিষেবা লঞ্চের নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেননি। তবে গতবছর অর্থাৎ ২০২৩ সালে মেটা তাদের কানেক্ট কনফারেন্সে (Connect Conference) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলসের কথা ঘোষণা করেছি। তার মধ্যেই একটি ছিল মেটা- র জেনারেটিভ এআই, যার নাম মেটা এআই। সম্প্রতি একটি রিপোর্টে আভাস পাওয়া গিয়েছে হয়তো মেটা এআই হোয়াটসঅ্যাপে চালু হতে আর বেশি দেরি নেই। কারণ বর্তমানে বিটা টেস্টাররা এই পরিষেবা ব্যবহারের সুযোগ পেয়েছেন। সমস্ত ইউজারদের জন্য এই ফিচার চালু হয়ে গেলে হোয়াটসঅ্যাপের মেটা এআই- তে ইউজাররা বিভিন্ন প্রশ্ন করতে পারবেন। 


মেটা এআই আসলে কী


মেটা এআই হল একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সার্ভিস যা তৈরি করেছে মেটা। হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে এই মেটা এআই ব্যবহার করা যাবে। এই ফিচারের সাহায্যে অনেক কাজ করতে পারবেন ইউজাররা। মেটা এআই- তে কোনও প্রশ্ন করলে তার উত্তর পাবেন ইউজাররা। এই ফিচার কোনও নির্দিষ্ট বিষয় প্রসঙ্গে তথ্য দিতে পারবে। এমনকি ইউজারদের বিভিন্ন ধরনের ভাবনাচিন্তার ধারণা দিয়েও সাহায্য করতে পারবে এই মেটা এআই। প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশে মতে হোয়াটসঅ্যাপ অ্যাপের মধ্যে এই মেটা এআই ফিচার হলে, ইউজাররা আরও বেশি করে এবং সহজে এই অ্যাপ ব্যবহার করতে পারবেন। তবে মেটা এআই কবে লঞ্চ হবে সেই প্রসঙ্গে কিছুই  জানা যায়নি।


হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, অ্যান্ড্রয়েড বিটা ২.২৪.৭.১৪ ভার্সানে এই মেটা এআই ফিচার দেখা যাবে যেখানে সার্চ বারে নিজেদের যাবতীয় জিজ্ঞাসা প্রশ্নের আকারে করতে পারবেন তাঁরা। ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপে প্রায়শই নিত্যনতুন ফিচার চালু হয়। ইউজারদের নিরাপত্তার জন্য বিভিন্ন নতুন সিকিউরিটি ফিচারও লঞ্চ করে হোয়াটসঅ্যাপে। এবার তেমনই ইউজারদের যাবতীয় জিজ্ঞাসার উত্তর যাতে তাঁরা পান সেই জন্যই চালু হতে চলেছে মেটা এআই ফিচার। 


হোয়াটসঅ্যাপে চ্যাটে মেসেজ পিন করার নতুন সুবিধা 


সম্প্রতি হোয়াটসঅ্যাপের সমস্ত ইউজারদের জন্য একটি নতুন ফিচার চালু হয়েছে। এর সাহায্যে একটি চ্যাটের মধ্যে তিনটি মেসেজ একসঙ্গে পিন করে রাখার সুবিধা পাবেন ইউজাররা। তার ফলে প্রয়োজনীয় মেসেজ সহজে খুঁজে পাওয়া যাবে। দরকারের সময় খুঁজে সময় নষ্ট করতে হবে না। 


আরও পড়ুন- অ্যামাজনে চলছে 'হোলি ফেস্ট', ২০০০ টাকার মধ্যে কোন কোন ইয়ারবাডস কিনতে পারবেন?