Indian Railways: ট্রেনে ভ্রমণের সময় মানতে হয় বেশকিছু নিয়ম। এই সাধারণ বিধি না মানলে ভুগতে হবে আপনাকে। সেই ক্ষেত্রে এই নিয়ম জানলে যাত্রাপথ হবে সুখের। 


Train Journey: ভারতীয় রেলে রয়েছে এই নিয়মগুলি 
প্রতিদিন কোটি কোটি যাত্রী ভারতীয় রেলের পরিষেবার সুবিধা গ্রহণ করেন। ইন্ডিযান রেলওয়ে প্রতিদিন প্রচুর লোককে তাদের গন্তব্যে পৌঁছে দেয়।  এই পরিস্থিতিতে পুরো যাত্রার সময় যাত্রীদের যাতে কোনও ধরনের সমস্যায় পড়তে না হয়, সেজন্য কিছু বিশেষ নিয়ম করেছে রেল। আপনি যদি প্রায়শই ট্রেনে ভ্রমণ করেন তবে আপনাকে অবশ্যই এই বিষয়ে সচেতন হতে হবে। এতে পরবর্তীতে আপনার কোনও প্রকার সমস্যা হবে না। 


Local Train: ট্রেনে রাতে ঘুমোনোর নিয়ম কী
সব যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রাতে ঘুমানোর কিছু নিয়ম করেছে রেল। রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত যেকোনও যাত্রী তার বার্থে ঘুমাতে পারবেন। সকাল ৬টার পর বাকি সহযাত্রীরা নীচের বার্থের যাত্রীকে আসন থেকে উঠতে বলতে পারেন। এর পাশাপাশি রাতে উচু গলায় কথা বলা ও গান শোনাও নিষিদ্ধ। এটি করার জন্য আপনাকে জরিমানা করা হতে পারে।


TTE এই সময়ে টিকিট চেক করে না
রেলের নিয়ম অনুযায়ী, টিটিই রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোনও যাত্রীর টিকিট চেক করতে পারে না। যাত্রীদের আরামদায়ক যাত্রার জন্য রেলের তরফে এই নিয়ম করা হয়েছে, যাতে মানুষের রাতের ঘুম নষ্ট না হয়।


কত কেজি লাগেজ নিয়ে যাতায়াত করা যায়
ভারতীয় রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, আপনি এসি ফার্স্ট ক্লাসে 70 কেজি পর্যন্ত লাগেজ নিয়ে ভ্রমণ করতে পারবেন। একই সময়ে যাত্রীরা এসি 2 টিয়ারে 50 কেজি, এসি-3 টিয়ারে 40 কেজি, স্লিপারে 40 কেজি এবং দ্বিতীয় শ্রেণীতে 35 কেজি পর্যন্ত লাগেজ নিয়ে ভ্রমণ করতে পারবেন।


আপনি প্ল্যাটফর্ম টিকিটের মাধ্যমেও ভ্রমণ করতে পারেন
রেলের নিয়ম অনুযায়ী, আপনার যদি টিকিট কেনার সময় না থাকে তবে আপনি শুধুমাত্র প্ল্যাটফর্ম টিকেট নিয়েই ট্রেনে উঠতে পারবেন। এর পরে, আপনাকে অবিলম্বে TTE-এর সঙ্গে যোগাযোগ করতে হবে ও গন্তব্য স্টেশন পর্যন্ত টিকিট কিনতে হবে।  TTE অবিলম্বে আপনার টিকিট তৈরি করবে, যাতে আপনি সহজেই ভ্রমণ করতে পারে।


আরও পড়ুন : SBI Recruitment: স্টেট ব্যাঙ্কে বিভিন্ন পদে হচ্ছে নিয়োগ, এঁরা করতে পারবেন আবেদন