Share Market LIVE: সবুজ বাজারে ফের অশনি সঙ্কেত। বুধবার আশাতীত ফল করলেও বৃহস্পতিতে ফের 'শনির আশঙ্কা' দেখছে বাজার। বিশেষ করে আইটি স্টকে আজকের উত্থান কাল বদলে যেতে পারে পতনে। এদিন বাজার বন্ধের সময় নিফটি, সেনসেক্স সবুজেই দৌড় থামিয়েছে।


Stock Market  Update: কেমন গেছে আজকের বাজার ? 
টানা দ্বিতীয় দিনে আজ ভারতীয় শেয়ার বাজার দ্রুত গতিতে বন্ধ হয়েছে। এদিন ব্যাঙ্কিং আইটি শেয়ারে বিনিয়োগকারীরা ইনভেস্ট করায় বাজারে এই উচ্ছ্বাস দেখা গেছে। আজকের লেনদেন শেষে সেনসেক্স আবার 61000 পয়েন্ট ছাড়িয়ে বন্ধ হয়েছে। BSE সেনসেক্স 390 পয়েন্ট বেড়ে 61,045 ও  ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি 112 পয়েন্টের লাফ দিয়ে 18,165 পয়েন্টে বন্ধ হয়েছে।


Share Market LIVE: সেক্টরল আপডেট
ব্যাঙ্কিং, আইটি, ফার্মা, এফএমসিজি,মেটাল, রিয়েল এস্টেট,ইনফ্রা ও  স্বাস্থ্যপরিষেবা খাত বাজারে বেড়েছে। বিক্রির সময় তেল-গ্যাস,জ্বালানি,সরকারি ব্যাঙ্ক ও অটো সেক্টরের শেয়ারে বিক্রি দেখা গেছে। তবে মিডক্যাপ ও স্মলক্যাপ শেয়ারে কেনাকাটা বেড়েছে। আজ 50টি নিফটি স্টকের মধ্যে 38টি লাভের সঙ্গে বন্ধ হয়েছে। সেখানে  12টি লোকসানের সঙ্গে দৌড় থামিয়েছে। এদিন 30টি সেনসেক্স স্টকের মধ্যে, 23টি স্টক লাভের সঙ্গে বন্ধ হয়েছে। এখানে 7টি স্টকে পতন হয়েছে।


Stock Market Closing: বিনিয়োগকারীদের সম্পদ বৃদ্ধি
আজকের ট্রেডিং ডে-তে BSE-তে তালিকাভুক্ত কোম্পানিগুলির মার্কেট ক্যাপ 282.75 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। যেখানে মঙ্গলবার তা ছিল ২৮১.৯৩ লক্ষ কোটি টাকায়। অর্থাৎ বিনিয়োগকারীদের সম্পদে 82000 কোটি টাকার বৃদ্ধি দেখা গিয়েছে। 


Share Market LIVE: বিশেষজ্ঞরা কী বলছেন ?
কাল বাজারে নিফটির ১৮,১০০-র দিকে লক্ষ্য থাকবে সবার। এই পয়েন্ট থেকে পড়লেই বড় পতন শুরু হতে পারে বাজারে। সেই ক্ষেত্রে ১৮,০০০ হতে পারে নিফটির মজবুত সাপোর্ট জোন। তাই বাজারে বিনিয়োগের ক্ষেত্রে প্রি-ওপেনিংয়ের পর আরও ১৫ মিনিট নজর রাখুন আইটি, ব্যাঙ্কিং স্টকগুলির ওপর। বড় ধস দেখলে শর্টের দিকেও যেতে পারেন। তবে নিফটি ১৮,০০০-এর নিচে গেলে এখনই দীর্ঘ সময়ের ইনভেস্টাররা টাকা বিনিয়োগ করবেন না। বিশ্ববাজারে মন্দার আশহ্কায় হতে পারে ১৭,০০০-এর দিকেও যেতে পারে মার্কেট।  


আরও পড়ুন : Maruti Suzuki Recalls: মারুতির এই গাড়িগুলি চালালে মৃত্যুর মুখে পড়বেন ! আপনি কেনেননি তো ?