Share Market Update: টিসিএস-এর মতো কোম্পানির ভাল ফলও তুলতে পারল না বাজার। মঙ্গলেও অমঙ্গলের অশনি সংকেত দেখল দালাল স্ট্রিট। ফলে দিনের শেষে বড় ধস দেখা গেল নিফটি,সেনসেক্সে। বিশ্ব বাজারের মন্দার আবহে বিক্রির দিকেই ঝুঁকল ভারতীয় শেয়ার বাজার।
Stock Market Closing: আজ কততে থামে বাজার ?
এদিন ভারতীয় শেয়ারবাজারের জন্য খুবই অশুভ প্রমাণিত হয়েছে। ইউরোপীয় স্টক মার্কেটে ব্যাপক পতনের পর বিকেলে প্রফিট বুকিং ফিরে আসায় ভারতীয় বাজারে বড় পতন দেখা যায়। আজ ট্রেডিং শেষে মুম্বই স্টক এক্সচেঞ্জের সেনসেক্স 844 পয়েন্ট কমে 57,147 পয়েন্টে বন্ধ হয়েছে। একই অবস্থা হয়েছে নিফটির। মার্কেট বন্ধের সময় 257 পয়েন্ট কমে 16,983 দৌড় থামায় নিফটির সূচক। নিফটি এবার 17,000 পয়েন্টের নিচে নেমে গেছে। যা স্বাভাবিকভাবেই চিন্তায় রেখেছে বিনিয়োগকারীদের।
Share Market Update: আজ সেক্টরের অবস্থা
আজকের ট্রেডিং সেশনে সব খাতের শেয়ার পতনের সঙ্গে বন্ধ হয়েছে। আইটি, ব্যাঙ্কিং, অটো, ফার্মা, এনার্জি, মেটালস, রিয়েল এস্টেট, মিডিয়া, এনার্জি ও কনজিউমার ডিউরেবলস এফএমসিজির মতো সেক্টরে পতন হয়েছে। স্মল ক্যাপ সূচক ও মিড ক্যাপ সূচকও পতনের সঙ্গে বন্ধ হয়েছে। নিফটির 50টি স্টকের মধ্যে, মাত্র 3টি স্টক লাভের সঙ্গে বন্ধ হয়েছে। যেখানে 47টি শেয়ার লালে দৌড় থামিয়েছে। 30টি সেনসেক্স স্টকের মধ্যে মাত্র 2টি শেয়ার সবুজে বন্ধ হয়েছে, যেখানে 28টি শেয়ার বন্ধ হয়েছে লালে।
Stock Market Closing: কোন স্টক কমেছে ?
আমরা যদি প্রফিট বুকিং করা স্টকগুলির দিকে তাকাই, তাহলে IndusInd Bank 3.70 শতাংশ, Nestle 3.13 শতাংশ, Tata Steel 2.86 শতাংশ, Infosys 2.65 শতাংশ, Tech Mahindra 2.42 শতাংশ, Dr Reddy 2.35 শতাংশ, Titan Company 2.22 শতাংশ, HUL 2.8 শতাংশ মারুতি সুজুকি 2.07 শতাংশ পতনের সাথে বন্ধ হয়েছে।
Stock Market Opening: আজ কীভাবে খোলে বাজার ?
শেয়ারবাজারে আজ সীমিত পরিসরে লেনদেন হচ্ছে। আজ বাজার খোলার আগে SGX নিফটি লালে ছিল। কিন্তু শেয়ার বাজার খোলে সবুজে । যদিও এই বৃদ্ধি বেশিক্ষণ স্থায়ী হয়নি। আজ বাজারে ফ্ল্যাট ওপেনিং দেখা গিয়েছে। BSE-র 30-শেয়ার সূচক সেনসেক্স 13.14 পয়েন্ট বা 0.23 শতাংশ বৃদ্ধির পরে 58,004-তে খোলে । অন্যদিকে, NSE-র নিফটি 15 পয়েন্ট বা 0.87 শতাংশ বৃদ্ধির সাথে 17,256-এ খুলেছে।