Share Market Update: শুক্রবার থেকেই শুরু হয়েছিল এই আতঙ্ক। মার্কিন শেয়ার বাজারের পতনের প্রভাব নিয়ে চাপ বাড়ছিল ভারতে। অবশেষে আশঙ্কাই সত্যি হল। সোমবার লাল দাগে বন্ধ হল ভারতীয় শেয়ার বাজার। এই নিয়ে টানা সাতদিন পতন দেখা গেল নিফটিতে।
Adani Group Stock Crash: এখনও চলছে আদানির শেয়ারের প্রভাব ?
মাত্র এক মাসেই বদলে গেছে চিত্রটা। বিশ্বের সেরা ধনীদের তালিকায় তিন থেকে তিরিশে নেমে এসেছে গৌতম আদানির (Gautam Adani) নাম। আদানি গ্রুপের তথ্য় বলছে, গত এক মাসে ১২ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে আদানি গোষ্ঠীর (Adani Group)। সেই প্রভাব কি এখনও চলছে বাজারে, না অন্য কারণে আজ পড়ল বাজার ?
Share Market Update: আজ বাজারের কী অবস্থা ?
আজ টানা সপ্তম ট্রেডিং সেশনে পতনের সঙ্গে বন্ধ হয়েছে ভারতীয় শেয়ারবাজার। সপ্তাহের প্রথম ব্যবসায়িক দিনে ভারতীয় শেয়ারবাজারে আবারও প্রফিট বুকিং দেখা গেছে। বিশেষ করে তথ্যপ্রযুক্তি খাতের শেয়ারের দাম প্রায় ২ শতাংশ কমেছে, যে কারণে বাজারে এই চাপ দেখা গেছে। আজকের লেনদেন শেষে, BSE সেনসেক্স 175 পয়েন্টের পতনের সাথে 59,288 পয়েন্টে ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি 73 পয়েন্টের পতনের সঙ্গে 17,392 পয়েন্টে বন্ধ হয়েছে।
Stock Market Update: কোন খাত শেয়ারের কী অবস্থা ?
আজকের ট্রেডিং সেশনে ব্যাঙ্কিং খাতের শেয়ারের দাম বেড়েছে। এ ছাড়া সব খাতের শেয়ার দরপতনের সঙ্গে বন্ধ হয়েছে। অটো, আইটি, মেটাল, এফএমসিজি, এনার্জি, কনজিউমার ডিউরেবলস, অয়েল অ্যান্ড গ্যাস, ফার্মা, হেলথ কেয়ার সেক্টরের স্টক কমেছে। মিডক্যাপ ও স্মলক্যাপ শেয়ারও বন্ধ হয়ে গেছে। বিএসই সেনসেক্সের 30টি শেয়ারের মধ্যে 12টি শেয়ার বেড়েছে। পাশাপাশি 18টি শেয়ার পতনের সঙ্গে বন্ধ হয়েছে। সুতরাং নিফটির 50টি শেয়ারের মধ্যে 16টি শেয়ার লাভের সঙ্গে ও 34টি পতনের সঙ্গে বন্ধ হয়েছে।
Share Market Update: কোন স্টকের কী অবস্থা ?
আজকের সেশনে যে স্টকগুলি বেড়েছে তা হল, পাওয়ার গ্রিড 2.02%, ICICI ব্যাঙ্ক 1.99%, কোটাক মহিন্দ্রা 1.82%, SBI 1.34%, HDFC 0.83%, NTPC 0.79%, IndusInd Bank 0.64%, HDFC Bank 0.60%, Paints 0.60% 0.40 শতাংশ লাভের সঙ্গে বন্ধ হয়েছে। টাটা স্টিল 3.37 শতাংশ, ইনফোসিস 2.71 শতাংশ, টাটা মোটরস 2.29 শতাংশ, টিসিএস 2.01 শতাংশ, মহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা 1.81 শতাংশ পতনের সঙ্গে বন্ধ হয়েছে।
Stock Market Update: বিনিয়োগকারীদের ক্ষতি
আজকের ট্রেডিং সেশনে বিনিয়োগকারীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। BSE-তে তালিকাভুক্ত কোম্পানিগুলির বাজার মূলধন ২৫৮ লক্ষ কোটি টাকায় নেমে এসেছে। শুক্রবার মার্কেট ক্যাপ ছিল ২৬০ লক্ষ কোটি টাকা। অর্থাৎ আজকের অধিবেশনে বিনিয়োগকারীরা ২ লাখ কোটি টাকা হারিয়েছেন। বাজার বিশেষজ্ঞদের ধারণা, শুক্রবার ডাও জোনস ও ন্যাসডাকের পতনের প্রভাব আজ পড়েছে ভারতীয়ে শেয়ার বাজারে। মঙ্গলবারও এই পতন জারি থাকতে পারে দালাল স্ট্রিটে। সেই ক্ষেত্রে নিফটির সাপোর্ট ১৭৩০০ হতে পারে। পতন হলে ১৭,০০০-এ রয়েছে নিফটির মজবুত সাপোর্ট।
আরও নতুন: Gautam Adani: বিশ্বের ধনীদের তালিকায় তিন থেকে তিরিশে আদানি, ১২ লক্ষ কোটির ক্ষতি