Share Market: চলতি মাসেই সর্বোচ্চ উচ্চতা ছুঁতে পারে নিফটি, সেনসেক্স। বাজার বিশেষজ্ঞরা বলছেন, দুরন্ত গতি নেওয়ার আগে কিছুটা থিতু হচ্ছে সূচকগুলি। সেই কারণে বুধের বাজারে শুরুটা ভাল হলেও শেষে অনেকটাই পড়ল মার্কেট।


Stock Market Closing: কততে বন্ধ হয়েছে বাজার ? 
ভারতীয় শেয়ারবাজারের জন্য আজকের দিনটি মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে। সকালে বাজার ব্যাপক গতিতে খুললেও দুপুরের পরই শুরু হয় প্রফিট বুকিং। আজকের লেনদেন শেষে, মুম্বই স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ১৫১ পয়েন্টের পতনের সঙ্গে ৬১,০৩৩ পয়েন্টে বন্ধ হয়েছে। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ৪৫ পয়েন্ট কমে ১৮,১৫৭ পয়েন্টে বন্ধ হয়েছে।


Share Market: কোন খাতের কী অবস্থা ?


আজ পতনের সঙ্গে শেয়ারবাজার বন্ধ হলেও ব্যাঙ্কিং খাতের শেয়ারে দারুণ গতি ছিল। নিফটি ব্যাঙ্কের বৃদ্ধির সময়, এফএমসিজি সেক্টরের শেয়ারেও কেনাকাটা দেখা গেছে। কিন্তু অন্য সব সেক্টর কমেছে অনেকটাই। অটো, আইটি, ফার্মা, এনার্জি, ধাতু, মিডিয়া, রিয়েল এস্টেট সেক্টরের স্টক কমেছে। নিফটির ৫০টি স্টকের মধ্যে ১৫টি শেয়ার ওপরে বন্ধ হয়েছে। সেখানে ৩৫টি শেয়ার লালে দৌড় থামিয়েছে। ৩০টি সেনসেক্স স্টকের মধ্যে ৭টি সবুজে বন্ধ হয়েছে। যেখনে ২৩টি স্টক পতনের সঙ্গে ক্লোজ করেছে। BSE-তে তালিকাভুক্ত কোম্পানিগুলির মার্কেট ক্যাপ এদিন ছিল ২৮৪ লক্ষ কোটি টাকা।


Stock Market Closing: কোন স্টকে গতি দেখা গেছে ? 


আজকের ট্রেডিং সেশনে যদি আমরা স্টকগুলির দিকে তাকাই, তাহলে আদানি পোর্টস 4.43 শতাংশ, কোল ইন্ডিয়া 2.50 শতাংশ, আইটিসি 2.04 শতাংশ, হিরো মোটোকর্প 1.16 শতাংশ, ডাঃ রেড্ডি 1.10 শতাংশ, আদানি এন্টারপ্রাইজ 0.92 শতাংশ, ব্রিটানিয়া 0.87 শতাংশ, ইউপিএল 0.69 শতাংশ, এইচসিএল টেক 0.60 শতাংশ, কোটাক মহিন্দ্রা 0.57 শতাংশ বৃদ্ধি পেয়ে বন্ধ হয়েছে।


Share Market: আজ পড়েছে এই স্টকগুলি 


আমরা যদি আজকের স্টকগুলির দিকে তাকাই তাহলে Hindalco 4.66 শতাংশ, পাওয়ার গ্রিড 4.06 শতাংশ, Divi's Lab 3.39 শতাংশ, Tech Mahindra 2.35 শতাংশ, Grasim 1.67 শতাংশ, Sun Pharma 1.44 শতাংশ, Bajaj Finserv 1.43 শতাংশ, NTPC 1.39 শতাংশ, SBI লাইফসুর ১.১৬ শতাংশ, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ১.০২ শতাংশ, আল্ট্রাটেক সিমেন্ট ১ শতাংশ পতনের সঙ্গে বন্ধ হয়েছে। 


আরও পড়ুন : SBI Business Idea: মাসে রোজগার ৮০,০০০ টাকা, স্টেট ব্যাঙ্কের সঙ্গে শুরু করুন ব্যবসা