Share Market Update: আশা থাকলেও আশাহত হতে হচ্ছে বিনিয়োগকারীদর। দশা বদলে কোনও দিশা দেখাচ্ছে না বাজার। শুক্রবার সকাল থেকেই ভারতের শেয়ারবাজারে ধোঁয়াশার খেলা অব্যাহত। সবুজ বাজারে লেনদেন শুরু হলেও দরপতন ঘটে কিছুক্ষণেই। এক সময়ে, সেনসেক্সও ৩৭০ পয়েন্টের পতন দেখা যায়। সপ্তাহের শেষ ব্যবসায়িক দিনে, মুম্বই স্টক এক্সচেঞ্জের সেনসেক্স ৩০.৮১ পয়েন্টের সামান্য পতনের সঙ্গে ৫৮,১৯১ পয়েন্টে বন্ধ হয়েছে। যেখানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি ১৭.১৫ পয়েন্টের পতনের সঙ্গে ১৭,৩১৪ পয়েন্টে দৌড় থামিয়েছে।
Stock Market: সেক্টরের অবস্থা
আজকের ট্রেডিং সেশনে রিয়েল এস্টেট, মিডিয়া, জ্বালানি ও ভোগ্যপণ্যের মতো খাতের শেয়ারে কেনাকাটা দেখা গেছে। অন্যদিকে, ব্যাঙ্কিং, আইটি, অটো, ফার্মা, এফএমসিজি, মেটালসের মতো খাতগুলি হ্রাস পেয়েছে। যেখানে স্মল ক্যাপ সূচক বেড়েছে, মিড ক্যাপ সূচক বন্ধ হয়েছে। নিফটির ৫০টি শেয়ারের মধ্যে মাত্র ২০টি শেয়ার বেড়েছে, পাশাপাশি ৩০টি শেয়ার কমে বন্ধ হয়েছে। সেখানে সেনসেক্সের ৩০টি স্টকের মধ্যে ১২টি স্টক কিনছে ও ১৮টি স্টক বন্ধ হয়ে গেছে।
Share Market Update: আজ বেড়েছে এই স্টকগুলি
আজ টাইটান কোম্পানির শেয়ার ছিল 5.26 শতাংশ, পাওয়ার গ্রিড 1.36 শতাংশ, এনটিপিসি 1.23 শতাংশ, ইন্ডাসইন্ড ব্যাংক 0.90 শতাংশ, মারুতি সুজুকি 0.89 শতাংশ, এশিয়ান পেইন্টস 0.65 শতাংশ, লারসেন 0.61 শতাংশ, এয়ারটেল 0.60 শতাংশ। রিলায়েন্স 0.44 শতাংশ বৃদ্ধির সঙ্গে বন্ধ হয়েছে।
Stock Market: আজ কমেছে এই স্টকগুলি
অন্যদিকে মহিন্দ্রা 1.37 শতাংশ, আল্ট্রাটেক সিমেন্ট 1.29 শতাংশ, টিসিএস 1.28 শতাংশ, এসবিআই 1.07 শতাংশ, এলসিএল টেক 1 শতাংশ, বাজাজ ফাইন্যান্স 0.82 শতাংশ, টেক মাহিন্দ্রা 0.80 শতাংশ, আইটিসি 0.67 শতাংশ কমে বন্ধ হয়েছে।
Share Market Update:সম্প্রতি ভারতে আর্থিক বৃদ্ধির হার কমবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাঙ্ক (World Bank)। তাদের মতে, ২০২২-২৩ সালে ভারতে (India) আর্থিক বৃদ্ধির হার দাঁড়াতে পারে ৬ দশমিক ৫ শতাংশ। এর আগে জুনে বিশ্ব ব্যাঙ্ক আর্থিক বৃদ্ধির হার নিয়ে যে ভবিষ্যদ্বাণী করেছিল, তার থেকে ১ শতাংশ কম হতে পারে আর্থিক বৃদ্ধির হার। তবে বিশ্ব ব্যাঙ্ক বলেছে, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্য বেশ কিছু দেশের তুলনায় করোনা পর্বে ভারতের আর্থিক বৃদ্ধির হার বেশ ভাল।
বাজার বিশেষজ্ঞদের মতে, বর্তমানে বিশ্ব বাজারগুলির তুলনায় ভাল অবস্থায় রয়েছে ভারত। মার্কিন মুলুকে মন্দার আশঙ্কায় দিন গুণছে বিনিয়োগকারীরা। নিত্যদিন ডাওজোনসে পতনের সাক্ষী থাকছে বাজার। যদিও সেই তুলনায় অনেকটাই স্বাভাবিক দেখাচ্ছে ভারতের মার্কেট। ধস না নেমে এখনও সাইডওয়াজ চলছে বাজারের মুখ। এদিনও যা অব্যাহত ছিল। বিজার বিশেষজ্ঞদের ধারণা দীপাবলির আগে ফের স্বমহিমায় ফিরতে পারে দালাল স্ট্রিট। সেখানে আগের ১৯,০০০-এ যেতে পারে বাজার। তবে এতে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে পুতিন ইন্ডিকেটর। একবার ইউক্রেনে নিউক্লিয়ার বোমা বিস্ফোরণ হলে তার প্রভাব পড়বে বিশ্ববাজারে। রাতারাতি বেড়ে যাবে তেলের দাম। সই ক্ষেত্রে ভারতের বাজারেও ধস নামতে পারে। আশার পরিবর্তে ১৫,০০০-এ চলে আসতে পারে নিফটির সূচক।
আরও পড়ুন : Car Loan Interest: দীপাবলিতে নতুন গাড়ি কিনতে চান ?রইল সব ব্যাঙ্কের কার লোনের হিসেব