Intel Stock: ২ অগাস্ট যেন ইনটেল সংস্থার ইতিহাসে একটা কালো দিন হয়ে থেকে যাবে। বিশ্বের শীর্ষস্থানীয় চিপ-নির্মাতা সংস্থার শেয়ারে (Intel Share Price) বিপুল ধস। শুক্রবার অর্থাৎ গতকালের বাজারে ২৮ শতাংশ পতনের সম্মুখীন হয় এই সংস্থার শেয়ার। ইনটেল সংস্থার (Intel Layoffs) ৫০ বছরের ইতিহাসে এত বিপুল পতন এই প্রথম। একদিনে প্রায় ৩৫ বিলিয়ন ডলার ক্ষতি হল সংস্থার। ৭.৫৭ ডলার পতন হয়ে এই সংস্থার শেয়ার বন্ধ হয় ২১.৪৮ ডলারে।
গত বৃহস্পতিবার ইনটেল সংস্থা কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিল। এই সংস্থা জানিয়েছিল যে এবারে সংস্থার মোট কর্মীসংখ্যার ১৫ শতাংশ কমানো হবে। এর ফলে কাজ হারাবেন ১৭ হাজার ৫০০ কর্মী। ম্যানুফ্যাকচারিং ব্যবসায় বিপুল ক্ষতি হয়েছে ইনটেলের।
ইনটেল ছাড়াও অন্যান্য চিপ নির্মাতা সংস্থার শেয়ারেও পতন এসেছে
ইনটেল ছাড়াও মার্কিন বাজারে অন্যান্য চিপ নির্মাতা সংস্থা যেমন মাইক্রন টেকনোলজি, গ্লোবাল ফাউন্ড্রিজ, টিএসএমসি ইত্যাদি সংস্থার শেয়ারেও ২.৮ শতাংশ এবং ৬.৭ শতাংশ পতন এসেছে। ১৯৭৪ থেকে ধরলে এই বছর ইনটেলে সবথেকে বেশি পতন দেখা গিয়েছে। শুধু যে কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে তাই নয়, এই সংস্থা এই বছর ডিভিডেন্ড মুলতুবি রাখার কথাও জানিয়েছিল। মনে করা হচ্ছে বিশ্ববাজারে সমস্ত চিপ নির্মাতা সংস্থাদের দৌড়ে ইনটেল পিছিয়ে পড়েছে।
আইফোন লঞ্চের পর থেকেই ধুঁকছে সংস্থা
বাজার বিশেষজ্ঞরা বলছেন ইনটেলের একটি অস্তিত্বের সংকট চলছে এখন। ওয়াল স্ট্রিটে এনভিডিয়ার শেয়ারও ২ শতাংশ পড়ে গিয়েছে। একসময় ইনটেলই ছিল বিশ্বের শীর্ষস্থানীয় চিপ নির্মাতা সংস্থা। ২০০০ সালে এর বাজার মূলধন ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু ২০০৭ সালে অ্যাপলের আইফোন বাজারে আসার পর থেকে দৌড়ে পিছিয়ে পড়ছে ইনটেল।
৯০ বিলিয়ন ডলার পর্যন্ত কমতে পারে এই সংস্থার বাজার মূলধন
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে এনভিডিয়ার সঙ্গে পেরে উঠছে না ইনটেল। ম্যানুফ্যাকচারিংয়ে আরও ১০০ বিলিয়ন ডলার খরচ করতে চায় ইনটেল। বিনিয়োগকারীদের আশ্বাস দিয়েছে এই সংস্থা যে তারা সঠিক পথেই এগোচ্ছেন। তবে বিশেষজ্ঞদের মতে বহু বছর সময় লেগে যাবে এই নতুন প্রকল্প চালু করতে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Sovereign Gold Bond: গোল্ড বন্ড কেনা আছে ? কত দামে বিক্রি করতে পারবেন ? জানাল RBI