LIC New Jeevan Anand Policy : কম বিনিয়োগে বড় অঙ্কের তহবিল জমাতে চাইলে এটাই হতে পারে সেরা সুযোগ। সম্প্রতি গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে একটি দুর্দান্ত পরিকল্পনা নিয়ে এসেছে LIC। কোম্পানির দাবি, নতুন জীবন আনন্দ পলিসির মাধ্যমে বড় তহবিল জমাতে পারবেন আপনি। এই পলিসিতে মেয়াদপূর্তিতে ১০ লক্ষ টাকা লাইফটাইম ডেথ কভার ও বিমারাশির ওপর ট্যাক্স ছাড় দেওয়া হয়। সেই ক্ষেত্রে এই ১০ লক্ষ টাকার একটি তহবিল তৈরি করতে আপনাকে প্রতি মাসে ২১৯০ টাকা বিনিয়োগ করতে হবে।


LIC Policy Plan : কী রয়েছ এই পলিসিতে ?
১৮ থেকে ৫০ বছর বয়সী ব্যক্তিরা নতুন জীবন আনন্দ পলিসি গ্রহণ করতে পারবেন। এই পলিসির ন্যূনতম মেয়াদ ১৫ ও সর্বোচ্চ মেয়াদ ৩৫ বছর রাখা হয়েছে। এতে নিশ্চিত বিমারাশি বা সাম অ্যাসিওরডের কোনও নির্দিষ্ট পরিমাণ নেই। LIC এই প্ল্যানে প্রিমিয়াম দেওয়ার জন্য পলিসিধারককে অনেকগুলি বিকল্প দেয়৷ এতে আপনি বার্ষিক, অর্ধবার্ষিক, ত্রৈমাসিক বা মাসিক কিস্তিতেও প্রিমিয়াম দিতে পারবেন।


LIC New Jeevan Anand Policy : এভাবে ১০ লাখ টাকার তহবিল পাবেন


আপনি যদি এই পলিসিটি ২৪ বছর বয়সে ৫ লক্ষ টাকার বিমা অঙ্কের সঙ্গে কিনে থাকেন, তাহলে আপনাকে বছরে প্রায় ২৬৮১৫ টাকা জমা করতে হবে। যদি আমরা ১ দিনের দিকে তাকাই, তাহলে প্রতিদিন প্রায় ৭৩.৫০ টাকা ও মাসে ২১৯০ টাকা বিনিয়োগ করতে হবে আপনাকে। আপনি যদি ২১ বছরের জন্য পলিসি নিয়ে থাকেন, তাহলে আপনার মোট বিনিয়োগ হবে ৫.৬৩ লাখের কাছাকাছি। যার মধ্যে আপনি মেয়াদপূর্তির সময়ে বোনাস সহ ১০ লাখ টাকার বেশি পাবেন। এটি সাম অ্যাসিওরড, সিম্পল রিভার্সনারি বোনাস ও ফাইনাল অতিরিক্ত বোনাস 
আকারে পাওয়া যাবে।


LIC Policy Plan : কর ছাড় পাওয়া যাবে


এলআইসির এই পলিসিতে আপনি আয়কর ছাড়ের সুবিধাও পাবেন। এতে আয়কর আইনের ধারা ৮০সি এর অধীনে কর ছাড়ের সুবিধা পাওয়া যায়। মেয়াদপূর্তি বা মৃত্যুর সময় প্রাপ্ত পরিমাণের উপর কোনও কর দিতে হবে না। আপনি এই পলিসি থাকলে ঋণ নিতে পারবেন।


আরও পড়ুন : Fixed Deposit Interest: এফডিতে বিনিয়োগ করছেন ? অন্য জায়গায় পাবেন আরও বেশি সুদ