Investment Scheme: কথায় আছে ‘Time is Money’ অর্থাৎ সময়ই হল টাকা। আর এই বহুপ্রচলিত কথাটি বিনিয়োগের ক্ষেত্রেও বিশেষভাবে প্রযোজ্য। ১০ হাজার টাকা বিনিয়োগ করে এই টাকা থেকেই আপনি পেতে পারেন ৮ লক্ষ টাকা। সামান্য টাকা থেকে সময়ের নিরিখে ধৈর্য ধরে এই বিনিয়োগ থেকে গড়ে তোলা যায় বিপুল সম্পদ। আর বিনিয়োগের ক্ষেত্রে ধৈর্য ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সহজে বিনিয়োগের (Investment Scheme) জার্নিতে প্রথমেই বিপুল রিটার্ন দেখা যায় না। দশকের পর দশক সময় লেগে যায়। আর এই দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি থাকলেই বিনিয়োগের মাধ্যমে বিপুল সম্পদ গড়ে তোলা যায়।

Continues below advertisement

আর এভাবেই কিছু নিয়ম মেনে বিনিয়োগের মাধ্যমে বছরে ১৯ শতাংশ পর্যন্ত রিটার্ন পাওয়া সম্ভব তাও আবার সম্পূর্ণ ঝুঁকি ছাড়া। সম্প্রতি পিরামল ফিনান্সের ম্যানেজিং ডিরেক্টর জয়রাম শ্রীধরন লিঙ্কডইনে একটি পোস্ট শেয়ার করেছেন যা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। তাঁর মতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ ধরে রাখলেই বাজার থেকে ভাল ফলাফল পাওয়া যায়। তিনি জানান (Investment Scheme) যে তাঁর ১০ হাজার টাকার বিনিয়োগ আজ হয়ে গিয়েছে ৭.৯ লক্ষ টাকা। ১৯৯৯ সালে তিনি বিনিয়োগ করেছিলেন আর আজ ২৫ বছর পরে সেই বিনিয়োগ বেড়ে গিয়েছে ৮ লাখ টাকার কাছাকাছি।

লিঙ্কডইনে ভাইরাল হওয়া সেই পোস্টে শ্রীধরন বলেন, ১৯৯৮ সালে কর্মজীবন শুরু করার পরে পরেই তিনি বিনিয়োগ করতে শুরু করেন। ১৯৯৯ সালে আইসিআইসিআই প্রুডেনশিয়াল ট্যাক্স সেভার গ্রোথ স্কিমে (Investment Scheme) টাকা বিনিয়োগ করেন আর এই ফান্ডেই ২৫ বছর ধরে হোল্ডিং ছিল তাঁর। আর তাঁর এই ১০ হাজার টাকার বিনিয়োগ এই ২৫ বছরে বার্ষিক ১৯.০৫ শতাংশ হারে কম্পাউন্ড করেছে। আর মুনাফার অঙ্ক হিসেব করলে তা দাঁড়াবে ৭৭২৬ শতাংশ।

Continues below advertisement

তুলনা করে দেখা যাবে এই ২৫ বছরে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স দিয়েছে ১২.১৫ শতাংশ রিটার্ন আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ৫০ দিয়েছে ১২.৪৮ শতাংশ রিটার্ন। শ্রীধরনের এই পদ্ধতি বুঝিয়ে দেয় বাজারে দীর্ঘমেয়াদে নিজের বিনিয়োগ বজায় রাখলে ঝুঁকি ছাড়াই বিপুল মুনাফা অর্জন সম্ভব।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)