Savings Account: রিজার্ভ ব্যাঙ্ক (RBI)রেপো রেট বৃদ্ধির পর একে একে সুদ বাড়িয়েছে ব্যাঙ্কগুলি। সেই তুলনায় ব্যাঙ্ক ঋণের সুদ বেড়েছে কয়েকগুণ। এর বাইরে ফিক্সড ডিপোজিটের সুদও বহুগুণ বাড়িয়েছে ব্যাঙ্ক। পরিসংখ্যান বলছে, কোনও কোনও ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে ৯ দশমিক ৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে।


Income Tips: ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে সুদের কথা বললে এখন ২ থেকে ৪ শতাংশ সুদ দিচ্ছে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। যেখানে FD-র সুদ ৩ শতাংশ থেকে ৮ শতাংশ পর্যন্ত দেওয়া হচ্ছে। তবে এখন সবথেকে বেশি সুদ দিচ্ছে স্মল ফিন্যান্স ব্যাঙ্কগুলি। ফিক্সড ডিপোজিটে বিনিয়োগকারীদের ৩.৫০ শতাংশ থেকে ৯.৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে এই স্বল্প সঞ্চয়ের ব্য়াঙ্কগুলি৷


Savings Account: এই ব্যাঙ্কগুলি সেভিংস অ্যাকাউন্টে ৭.২৫ সুদ দিচ্ছে
RBLব্যাঙ্ক, DCB ব্যাঙ্ক, বন্ধন ব্যাঙ্ক, ইকুয়েটাস, উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাঙ্কের মতো কিছু বেসরকারি ছোট ব্যাঙ্কগুলি ২৫ লক্ষ টাকা পর্যন্ত সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে বার্ষিক ৭.২৫ শতাংশ সুদ দিচ্ছে৷ যদিও এসব ব্যাঙ্কের রেটিং দেশের বড় ব্যাঙ্কগুলির চেয়ে কম।


Investment Tips: বিনিয়োগকারীদের কোন অ্যাকাউন্টে টাকা রাখা উচিত ?
বাজার বিশেষজ্ঞদের মতে, সেভিংস অ্যাকাউন্টের তুলনায় ঝুঁকি ছাড়াই বিনিয়োগ করতে চাইলে স্থায়ী আমানতে বিনিয়োগ করতে পারেন। যেখানে বড় ব্যাঙ্কগুলি প্রায় ৮ শতাংশ সুদ দিচ্ছে। মনে রাখবেন, FD-তে টাকা জমা করার আগে বাজারে ব্যাঙ্কের বিশ্বাসযোগ্যতা ও সুদের তুলনা করে নেওয়া উচিত। আপনি চাইলে আরবিআই বন্ডে বিনিয়োগ করতে পারেন।  যেখানে আপনাকে ৭.২৫ শতাংশ সুদ পাবেন।


Fixed Deposit: আপনি এখানে বিনিয়োগ করতে পারেন
আপনি যদি একটু ঝুঁকি নিয়ে আরও তহবিল তৈরি করতে চান, তবে আপনার কাছে মিউচুয়াল ফান্ডের বিকল্পও রয়েছে। এখানে আপনি ট্যাক্স সেভিং ফান্ড থেকে স্মল ক্যাপ থেকে বিগ ক্যাপ পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। যেখানে আপনি ১২ থেকে ২০ শতাংশ বা তার বেশি বার্ষিক সুদ পেতে পারেন। আপনি SIP-র মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন।


Investment Tips: কন্যাশিশুদের সুবিধার্থে আগেই এই আর্থিক পরিকল্পনা শুরু করেছে মোদি সরকার। সুকন্যা সমৃদ্ধি যোজনায় রয়েছে ভাল সুদের সুবিধা। সম্প্রতি বাজেটে মহিলাদের জন্য বিশেষ আর্থিক প্রকল্পের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মহিলা সম্মান সঞ্চয়পত্রে এখন পাবেন ৭.৫ শতাংশ সুদ।


আরও পড়ুন: Mahila Samman Savings: মহিলা সম্মান সঞ্চয়পত্র না সুকন্যা সমৃদ্ধি যোজনা ! কোথায় বিনিয়োগ করে বেশি লাভ ? রইল বিস্তারিত