নয়াদিল্লি: গত মাসে জিএসটি কাউন্সিল মোবাইল ফোনের উপর কর ১২ শতাংশ থেকে বাড়িয়ে ১৮ শতাংশ করে। এর ফলে ভারতের বাজারে মোবাইল ফোনের দাম বাড়াল অ্যাপল, স্যামসাং, রিয়ালমি, শাওমির মতো সংস্থাগুলি। আইফোনের প্রায় সব মডেলেরই দাম পাঁচ শতাংশ করে বেড়েছে। বিভিন্ন মডেলের নতুন দাম জানিয়েছে অ্যাপল।
এতদিন ভারতের বাজারে আইফোন ১১ প্রো ম্যাক্সের (৬৪ জিবি) দাম ছিল ১,১১,২০০ টাকা। নতুন দাম হল ১,১৭,১০০ টাকা। আইফোন ১১ প্রো (৬৪ জিবি) এতদিন পাওয়া যেত ১,০১,২০০ টাকায়। সেই দাম বেড়ে হল ১,০৬,৬০০ টাকা। আইফোন ১১ (৬৪ জিবি) এতদিন ৬৪,৯০০ টাকায় পাওয়া গেলেও, এখন দাম বেড়ে হল ৬৮,৩০০ টাকা। আইফোন টেন আরের (৬৪ জিবি) দাম ৪৯,৯০০ টাকা থেকে বেড়ে হল ৫২,৫০০ টাকা। আইফোন সেভেনের দাম ২৯,৯৯০ টাকা থেকে বেড়ে হয়েছে ৩১,৫০০ টাকা।
স্যামসাং গ্যালাক্সি এস ২০-র নতুন দাম হল ৭০,৫০০ টাকা। স্যামসাং গ্যালাক্সি এস ২০ প্লাসের দাম বেড়ে হল ৭৭,৯০০ টাকা। স্যামসাং গ্যালাক্সি এস ২০ আলট্রার দাম বেড়ে হল ৯৭,৯০০ টাকা।
জিএসটি কাউন্সিলের আরও বেশি কর চাপানোর জের, বাড়ল আইফোন সহ সব মোবাইলের দাম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Apr 2020 08:32 PM (IST)
মোবাইল ফোনের দাম বাড়াল স্যামসাং, রিয়ালমি, শাওমির মতো সংস্থাগুলিও।
ফাইল ছবি
NEXT
PREV
ব্যবসা-বাণিজ্য (business) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -