নয়াদিল্লি: টোকিও অলিম্পিক গেমসে কুস্তির ৬৫ কেজি বিভাগে প্রথম চার বাছাইয়ের মধ্যে থাকা নিশ্চিত হয়ে গেল ভারতের বজরঙ্গ পুনিয়ার। বিশ্ব কুস্তি সংস্থা ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংয়ের সাম্প্রতিক র্যাঙ্কিংয়ে তিনি দ্বিতীয় স্থানে আছেন। ফলে টোকিও গেমসের আগে শেষ র্যাঙ্কি সিরিজে যোগ না দিলেও অলিম্পিকে বাছাই তালিকায় থাকবেন। ভারতের অপর এক কুস্তিগীর রবি দাহিয়া বিশ্ব র্যাঙ্কিংয়ে ৫৭ কেজি বিভাগে চতুর্থ স্থানে আছেন। তিনিও টোকিওতে প্রথম চার বাছাইয়ের মধ্যে থাকতে পারেন।
এ বছরের শুরুতে বিশ্ব ক্রমতালিকায় তৃতীয় স্থানে ছিলেন পুনিয়া। কুস্তির বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি ব্রোঞ্জ পান। তবে এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা কাজাকস্তানের দৌলেত নিয়াজবেকভকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন এই ভারতীয় কুস্তিগীর। তাঁর ঝুলিতে আরও ১৬ পয়েন্ট যুক্ত হয়েছে। টোকিও অলিম্পিকসের আগে শেষ র্যাঙ্কিং সিরিজে ১২ পয়েন্ট পেলেই তিনি সেরা চার বাছাইয়ের মধ্যে থাকা নিশ্চিত করবেন।
বিশ্ব র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে, টোকিও অলিম্পিক গেমসে প্রথম চার বাছাইয়ের মধ্যে থাকা নিশ্চিত কুস্তিগীর বজরঙ্গ পুনিয়ার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Apr 2020 05:52 PM (IST)
ভারতের অপর এক কুস্তিগীর রবি দাহিয়া বিশ্ব র্যাঙ্কিংয়ে ৫৭ কেজি বিভাগে চতুর্থ স্থানে আছেন।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -