Ganesh Infraworld IPO: ভারতের শেয়ার বাজারে প্রবল উত্থান পতনের মাঝেই একটি আইপিও বিনিয়োগকারীদের মুখে হাসি ফোটাচ্ছে। এই আইপিওর বর্তমান জিএমপি বলছে আইপিওর লিস্টিং হলে বিনিয়োগকারীদের ৪৮ শতাংশ (IPO Listing) মুনাফা হবে একদিনেই। লিস্টিংয়েই পকেট ভরবে বিনিয়োগকারীদের। আইপিওর (Ganesh Infraworld IPO) নাম গণেশ ইনফ্রাওয়ার্ল্ড লিমিটেড আইপিও। এই আইপিওতে (IPO Alert) বিনিয়োগ করার শেষ দিন ছিল গতকাল ৩ ডিসেম্বর, আর এই আইপিওর সাবস্ক্রিপশন শুরু হয়েছিল ২৯ নভেম্বর।


প্রথম দিনেই এসেছে ১.৪৮ গুণ সাবস্ক্রিপশন


গণেশ ইনফ্রাওয়ার্ল্ড লিমিটেড সংস্থার আইপিও বাজারে আসার প্রথম দিনেই ১.৪৮ গুণ সাবস্ক্রিপশন এসেছে। খুচরো বিনিয়োগকারীদের মধ্যে এই আইপিওর সাবস্ক্রিপশন হয়েছে ২.৪৩ গুণ, একইসঙ্গে অপ্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এই আইপিওতে বিড করেছেন ১.২৪ গুণ। এই আইপিওতে সম্পূর্ণ নতুন শেয়ার ছাড়া হবে ১.১৮ কোটি যার মোট মূল্য রয়েছে ৯৮.৬ কোটি টাকা।


জিএমপি কত চলছে


গণেশ ইনফ্রাওয়ার্ল্ডের বর্তমান জিএমপি সম্পর্কে বলতে গেলে ২ ডিসেম্বর এই জিএমপি ছিল ৪০। অর্থাৎ এই আইপিওর লিস্টিং হলে প্রায় ৪৯ শতাংশ মুনাফার ইঙ্গিত রয়েছে। প্রতি শেয়ারে ৪০ টাকার মুনাফা হবে বিনিয়োগকারীদের। এই আইপিওতে প্রতি শেয়ারের প্রাইসব্যান্ড রাখা হয়েছে ৭৮ থেকে ৮৩ টাকার মধ্যে।


সংস্থার ব্যবসা


গণেশ ইনফ্রাওয়ার্ল্ড লিমিটেড সংস্থা মূলত ইন্ডাস্ট্রিয়াল কনস্ট্রাকশন প্রজেক্ট, রেসিডেনশিয়াল ও কমার্শিয়াল বিল্ডিং, পাওয়ার প্রজেক্ত, রোড কনস্ট্রাকশন, রেল রোড ইনফ্রাস্ট্রাকচার, ওয়াটার সাপ্লাই ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত। ২০২৪ অর্থবর্ষে এই সংস্থার রাজস্ব আদায় হয়েছে ৫১.২৬ কোটি টাকার এবং কর বাদ দিয়ে মুনাফা হয়েছে ৩.৯৮ কোটি টাকার।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Multibagger Stock: এক বছরে ৪০ হাজার টাকা থাকলে পেতেন ১২ লাখ, এই মাল্টিব্যাগার স্টকের নাম জানেন ?