Aadhar Housing Finance IPO: ভারতের শেয়ার বাজারে কিছুদিন আগেই বিরাট পতন দেখা গিয়েছিল এবং তারপর ফের ঘুরে দাঁড়িয়েছে বাজার। এই সপ্তাহে বিপুল হারে সেল অফ দেখা গিয়েছে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে। তবে এর মধ্যে আধার হাউজিং ফিনান্স লিমিটেডের আইপিও সাবস্ক্রিপশনের শেষ দিনে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের (Aadhar Housing Finance IPO) বিপুল সমর্থনের জন্য ২৬ গুণ সাবস্ক্রিপশন নিয়ে বন্ধ হয় এই আধার হাউজিং ফিনান্সের আইপিও। খুচরো বিনিয়োগকারীদের কাছ থেকে সেভাবে সাড়া মেলেনি যদিও এই আইপিওতে।


প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ৭৩ বার সাবস্ক্রাইব করেছে


আধার হাউজিং ফিনান্সের আইপিওতে (Aadhar Housing Finance IPO) মোট ১,৯৯,৫৩,৯৯২ টি শেয়ার সংরক্ষিত ছিল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য। এর মধ্যে ১,৪৫,২২,০৩,৮৩৮টি শেয়ারের জন্য সাবস্ক্রিপশন এসেছে আইপিওতে। ফলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের থেকেই ৭২.৭৮ বার সাবস্ক্রাইব হয়েছে এই আইপিও। অন্যদিকে এই আইপিওতে অপ্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য রাখা ছিল ১,৪৯,৬৫,০০০টি শেয়ার। আর এই বিভাগে সাবস্ক্রিপশন এসেছে ১৬.৫০ বার।


খুচরো বিনিয়োগকারীদের থেকে সাড়া মেলেনি


৩,৪৯,১৮,৩৩৪টি শেয়ার সংরক্ষিত ছিল খুচরো বিনিয়োগকারীদের জন্য। এর মধ্যে মোট ৮,৫৭,৩৬,৬০১টি শেয়ারের জন্য সাবস্ক্রাইব করা হয়েছে। ২.৪৬ বার সাবস্ক্রিপশন এসেছে এই আইপিওতে শুধুমাত্র খুচরো বিনিয়োগকারীদের (Aadhar Housing Finance IPO) কাছ থেকে। এই সংস্থার কর্মীদের জন্য এই আইপিওর অধীনে ২,৫২,৭০৭টি শেয়ার সংরক্ষিত ছিল। কর্মীদের কাছ থেকে ৬.৫২ বার সাবস্ক্রিপশন এসেছে এই আইপিওতে। সব মিলিয়ে আধার হাউজিং ফিনান্সের আইপিওতে ২৬ বার সাবস্ক্রিপশন হয়েছে।


৩০০০ কোটি সংগ্রহ করার লক্ষ্য ছিল আধার হাউজিং ফিনান্সের


৮ মে শুরু হয়েছিল আধার হাউজিং ফিনান্সের আইপিওর (Aadhar Housing Finance IPO) সাবস্ক্রিপশন। ১০ মে পর্যন্ত চলেছিল সাবস্ক্রিপশন। ১০ টাকার ফেসভ্যালুর শেয়ারের প্রাইসব্যান্ড রাখা হয়েছিল ৩০০ টাকা থেকে ৩১৫ টাকা। সংস্থা এই আইপিওর মাধ্যমে বাজার থেকে ৩০০০ কোটি টাকা তুলতে চাইছে। এর মধ্যে ১০০০ কোটি টাকা তুলতে চেয়েছিল নতুন শেয়ারের ইস্যু, আর অন্যদিকে ২০০০ কোটি টাকা অফার ফর সেলের মাধ্যমে বাজার থেকে তুলতে চেয়েছে আধার হাউজিং ফিনান্স।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )


আরও পড়ুন: Best Stocks To Buy: সোমে কোন স্টকগুলি দিতে পারে লাভ, এখানে রইল কারণ