LIC IPO for Policyholders: রাত পোহালেই খুচরো বিনিয়োগকারীদের জন্য খুলে যাবে LIC IPO-র দরজা। তার আগে মঙ্গলবার পলিসি হোল্ডারদের এসএমএস ও অন্যান্য মাধ্যমে শেয়ার বিক্রির বিষয়ে জানাল দেশের বৃহত্তম বিমা কোম্পানি। বুধবারই অপেক্ষার সময় শেষ হতে চলেছে। আগামীকাল ৪ মে সাধারণ বিনিয়োগকারীদের বিড করার জন্য খোলা হবে LIC IPO। সোমবারই অ্যাঙ্কর ইনভেস্টারদের জন্য খুলে দেওয়া হয়েছে এই আইপিও।


LIC IPO Update:  কত বিনিয়োগ করেছেন অ্যাঙ্কর ইনভেস্টাররা  ?


আশা অনুযায়ী বিনিয়োগ করেছেন অ্যাঙ্কর ইনভেস্টাররা। সোমবার 2 মে অ্যাঙ্কর ইনভেস্টারদের বিডিংয়ের জন্য খোলা হয়েছে LIC IPO। যেখানে অ্যাঙ্কর বিনিয়োগকারীরা এতে 5627 কোটি টাকা বিনিয়োগ করেছেন বলে খবর। রাষ্ট্রায়ত্ত বিমা কোম্পানি স্টক এক্সচেঞ্জে জানিয়েছে, অ্যাঙ্কর ইনভেস্টরদের (AI) শেয়ার (5,92,96,853 ইক্যুইটি শেয়ার) ইক্যুইটি শেয়ার প্রতি 949 টাকায় পুরো সাবস্ক্রিপশন পেয়েছে। যা খুবই ভাল খবর।


LIC IPO: দেশের সবথেকে বড় আইপিও লাভ না ক্ষতি ?


নিয়ম মেনে LIC IPO-র 22.13 কোটি শেয়ারের মধ্যে 5.93 কোটি শেয়ার অ্যাঙ্কর বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত ছিল। স্টক মার্কেটে দেওয়া তথ্য অনুসারে, এআই-কে প্রায় 5.9 কোটি শেয়ার বরাদ্দের মধ্যে 15টি দেশের মিউচুয়াল ফান্ডে 4.2 কোটি শেয়ার (71.12 শতাংশ) বরাদ্দ করা হয়েছিল। মোট 99টি স্কিমের মাধ্যমে এই বরাদ্দ করা হয়েছে। যা সবই বিনিয়োগকারীরা সাবস্ক্রাইব করেছে বলে জানা গিয়েছে।


LIC IPO:  আইপিও নেওয়ার আগে অবশ্যই জেনে নিন এই তথ্য


LIC IPO আগামীকাল অর্থাৎ 4 মে খুচরা বিনিয়োগকারীদের সাবস্ক্রিপশনের জন্য খোলা হবে। 9 মে পর্যন্ত বিডিংয়ের জন্য খোলা থাকবে এই আইপিও।


কেন্দ্রীয় সরকার এই আইপিওর মাধ্যমে কোম্পানির 3.5 শতাংশ শেয়ার বিক্রি করার পরিকল্পনা করেছে। এর মাধ্যমে 20,557.23 কোটি টাকা সংগ্রহ করতে চায় সরকার।


এই আইপিওতে LIC-র 22.13 কোটি শেয়ার ইস্যু করা হবে।


অফার ফর সেলের মাধ্যমে, সরকার 22,13,74,920 কোটি শেয়ার বিক্রি করবে। কোম্পানিতে 3.5 শতাংশ শেয়ার বিনিয়োগ করবে।


LIC IPO-এর জন্য কোম্পানি শেয়ার প্রতি 902-949 টাকার প্রাইস ব্যান্ড নির্ধারণ করেছে।


এই আইপিওতে কোম্পানির কর্মচারীদের জন্য 15,81,249 কোটি শেয়ার ও পলিসি হোল্ডারদের জন্য 2,21,37,492 কোটি শেয়ার সংরক্ষণ করা হয়েছে।


একজন দরদাতা কমপক্ষে একটি লটের জন্য আবেদন করতে পারেন। নিয়ম অনুসারে সর্বোচ্চ 14টি লটের অনুমতি দেওয়া হয়েছে।


একজন বিনিয়োগকারী সর্বনিম্ন একটি লটের জন্য ও সর্বোচ্চ 14টি লটের জন্য আবেদন করতে পারেন৷ 


একজন বিনিয়োগকারীকে আবেদন করতে 14,235 টাকা বিনিয়োগ করতে হবে। 


১০ বিনিয়োগকারীরা সর্বোচ্চ 14টি লটের জন্য 1,99,290 টাকা বিড করতে পারেন৷


১১ এলআইসি শেয়ার বরাদ্দের তারিখ 12 মে 2022 ও 16 মে 2022 এর মধ্যে এই শেয়ারগুলি বিনিয়োগকারীদের ডিম্যাট অ্যাকাউন্টে আসবে।


১২ LIC শেয়ারগুলি 17 মে 2022-এ BSE এবং NSE-তে তালিকাভুক্ত হতে পারে।


১৩ এলআইসির আইপিও অ্যাঙ্কর বিনিয়োগকারীদের কাছ থেকে অসাধারণ সাড়া পেয়েছে ও এর থেকে সরকার 5627 কোটি টাকা সংগ্রহ করেছে।


আরও পড়ুন : Electricity Bill: গরমে এসি চালালেও কম আসবে বিদ্যুতের বিল, রইল পাঁচ পরামর্শ