TBO Tek IPO: আইপিওর বাজার এখন মে মাসের শুরুতেই বেশ ভাল চলছে। এপ্রিলের শেষ দিক থেকেই বেশ কিছু নতুন সংস্থার আইপিও বাজারে এসেছে। এদের মধ্যে JNK India-র আইপিওতে বিপুল সাড়া মিলেছে, ৫০ শতাংশ প্রিমিয়ামে তালিকাভুক্ত হয়েছে এই শেয়ার (Upcoming IPO)। এবার আগামী সপ্তাহে এমনই একটি নতুন সংস্থার আইপিও (TBO Tek IPO) আসতে চলেছে বাজারে। সংস্থার নাম টিবিও টেক। দেখে নিন কবে এই আইপিও আসছে, কতদিন পর্যন্ত চলবে সাবস্ক্রিপশন এবং এই আইপিওর আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য।


টিবিও টেক আইপিও কবে আসছে


আগামী সপ্তাহে ৮ মে বাজারে লঞ্চ হচ্ছে টিবিও টেক সংস্থার আইপিও। এই আইপিওতে বিডিং করা যাবে আগামী ১০ মে পর্যন্ত। অর্থাৎ আগামী সপ্তাহের বুধবার থেকে শুক্রবার পর্যন্ত চলবে এই আইপিওতে বিডিং।


প্রাইসব্যান্ড জানা যায়নি


এই অনলাইন ট্রাভেল ডিস্ট্রিবিউশন কোম্পানি এই আইপিও (Upcoming IPO) আনার ব্যাপারে জানালেও এর প্রাইসব্যান্ড কী হবে তা এখনও জানায়নি। তবে এই সপ্তাহের মধ্যেই তা জানা যাবে নিশ্চিত। এই সংস্থায় মূলত বিশ্বের ইকুইটি ইনভেস্টর সংস্থা জেনারেল আটলান্টিকের বিনিয়োগ রয়েছে।


৪০০ কোটি টাকা তুলবে সংস্থা


এই সংস্থার যে আইপিও আসছে তা মূলত নতুন শেয়ার এবং কিছু অফার ফর সেলের মেলবন্ধনে তৈরি হবে। বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ দুটি প্ল্যাটফর্মেই এই আইপিওতে বিড করা যাবে। প্রাইসব্যান্ড না জানা গেলে ঠিক মত এই আইপিওর সাইজ সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে না। তবে জানা গিয়েছে বাজার থেকে ৪০০ কোটি টাকা তুলতে চাইছে এই সংস্থা। তাও আবার শুধুমাত্র নতুন শেয়ার ইস্যু করার মাধ্যমে। একইসঙ্গে টিবিও টেক (TBO Tek IPO) সংস্থা জানিয়েছে ৪০০ কোটি টাকা তোলার জন্য ১ কোটি ২৫ লক্ষ ৮৭৯৭ টি শেয়ার ছাড়বে সংস্থা। প্রোমোটার এবং অফার ফর সেল মিলিয়ে এই হিসেব দেওয়া হয়েছে।


অংশীদারিত্ব কার কত


সংস্থার তিন প্রোমোটার গৌরব ভাটনগর, মণীশ ধিংরা এবং LAP Travel মূলত তাঁদের অংশীদারিত্বের ৫২.১২ লক্ষ শেয়ার অফার ফর সেলের মাধ্যমে বিক্রি করে দেবে। অন্যদিকে TBO কোরিয়া এবং TBO অগাস্টা, এই সংস্থার আরও দুই প্রোমোটার তাঁদের ৭২.৯৬ লক্ষ শেয়ার ছাড়বে অফার ফর সেলের মাধ্যমে। ইকুইটি ইনভেস্টর জেনারেল আটলান্টিকের কাছে এই সংস্থার ১৫,৬৩৫,৯৯৪ টি শেয়ার আছে টিবিও টেক সংস্থার যা কিনা সংস্থার মোট পরিমাণের ১৫ শতাংশ অংশীদারিত্ব।


আরও পড়ুন: Coal India: FD কিংবা PPF-এর থেকেও বেশি রিটার্ন মিলেছে শুধু ডিভিডেন্ড থেকে, রাষ্ট্রায়ত্ত সংস্থার এই স্টক কেনা আছে ?