Aadhar Housing Finance IPO: এই মাসের দ্বিতীয় সপ্তাহেই বাজারে আসতে চলেছে আধার হাউজিং ফিনাসের আইপিও। ৩০০০ কোটি টাকা মূল্যের এই আইপিওতে বিডিং শুরু হবে কবে থেকে ? সংস্থা জানাল সাবস্ক্রিপশন শুরু দিনক্ষণ। বিশ্ববাজারের অন্যতম প্রাইভেট ইকুইটি সংস্থা ব্ল্যাকস্টোনের সমর্থন আছে এই আধার হাউজিং ফিনান্সের আইপিওতে। আগামী ৮ মে থেকে শুরু হবে এই আইপিওতে (Aadhar Housing Finance IPO) সাবস্ক্রিবশন এবং চলবে আগামী ১০ মে পর্যন্ত।
সেবির কাছে একটি এক্সচেঞ্জ ফাইলিংয়ে জমা দেওয়া তথ্য অনুসারে অ্যাঙ্কর বিনিয়োগকারীরা এই আইপিওতে বিড করতে পারবেন ৭ মে থেকেই। আইপিও আনার জন্য সেবির কাছে এই মাসেই অনুমোদন পেয়েছে এই সংস্থা। আধার হাউজিং ফিনান্স আইপিওর (Aadhar Housing Finance IPO) অধীনে ১০০০ কোটি টাকার নতুন শেয়ার ইস্যু করা হবে বাজারে। এমনকী ব্ল্যাকস্টোন গ্রুপ ইনকর্পোরেটেড সংস্থার একটি সহযোগী কোম্পানির দ্বারা ২০০০ কোটি টাকার শেয়ার ছাড়া হবে অফার ফর সেলের মাধ্যমে।
আধার হাউজিং ফিনান্স সংস্থায় বিসিপি টপকো এবং আইসিআইসিআই ব্যাঙ্কের অংশীদারিত্ব রয়েছে ৯৮.৭২ শতাংশ এবং ১.১৮ শতাংশ। এই সংস্থা মূলত ভবিষ্যতের মূলধন সংগ্রহের জন্য বাজার থেকে আইপিওর মাধ্যমে সংগৃহীত টাকার মধ্যে ৭৫০ কোটি টাকা ব্যয় করবে। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসেই আধার হাউজিং ফিনান্স সেবির কাছে আইপিও আনার জন্য খসড়া জমা করেছিল। এর আগে ২০২২ সালের মে সংস্থাকে ৭০০০ কোটি ইস্যু সাইজের একটি আইপিও (Aadhar Housing Finance IPO) বাজারে আনার অনুমোদনও দিয়েছিল সেবি। তবে সেই সময় আইপিও আনার সিদ্ধান্ত স্থগিত রেখেছিল সেবি। আগে জানা গিয়েছিল যে, আইপিওর সাইজ হবে ৫০০০ কোটি টাকা, কিন্তু এখন জানা গিয়েছে ৩০০০ কোটির আইপিও আনছে আধার হাউজিং ফিনান্স।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Upcoming IPO: এই সপ্তাহেই বাজারে আসছে আইটি খাতের এই আইপিও, প্রাইসব্যান্ড থাকছে ৭৯ টাকা- কিনলে লাভ ?