Stock Market : ১৫ দিনও হয়নি। তার মধ্যেই ইস্যু মূল্য (Issue Price) থেকে ২১৮ শতাংশ বৃদ্ধি দেখাল  সরকারি NBFC কোম্পানি IREDA-এর IPO। গত 29 নভেম্বর বাজারে তালিকাভুক্ত হয়েছিল এই স্টক (Stock Price)। এরপর থেকেই এই দুরন্ত গতি। 


২ দিনের ট্রেডিং সেশনে ৪৪ শতাংশ বৃদ্ধি,দেরি করে ফেললেন ?
পুনর্নবীকরণযোগ্য শক্তি খাতের এই সরকারি NBFC কোম্পানি IREDA-এর আইপিও স্টক এক্সচেঞ্জে গত মাসে তালিকাভুক্ত হয়েছিল। স্টকটি তালিকাভুক্ত হওয়ার পর মাত্র 11 দিনের ট্রেডিং সেশনে তার শেয়ারহোল্ডারদের 218 শতাংশ মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে। দুই দিনের ট্রেডিং সেশনে স্টকটি 44 শতাংশ লাফিয়েছে। উভয় ট্রেডিং সেশনেই শেয়ারটি আপার সার্কিটে আঘাত করেছে। 32 টাকার ইস্যু মূল্য সহ স্টকটি 12 ডিসেম্বর, 2023 মঙ্গলবার 101.85 টাকায় বন্ধ হয়েছে।


তালিকাভুক্তির পর স্টক দ্বিগুণ হয়েছে
গত মাসে IREDA (Indian Renewable Energy Development Agency) এর IPO 21 থেকে 23 নভেম্বর, 2023 এর মধ্যে খুলেছিল ৷ IPO বিনিয়োগকারীদের কাছ থেকে একটি শক্তিশালী সাড়া পেয়েছে৷ কোম্পানিটি শেয়ার প্রতি 32 টাকা ইস্যু মূল্যে বাজার থেকে 2150.21 কোটি টাকা তুলেছিল। 29শে নভেম্বর, স্টক এক্সচেঞ্জে প্রায় 50 টাকায় তালিকাভুক্ত হওয়ার পর, IREDA-এর স্টক উপরের সার্কিট ছুঁয়ে 60 টাকায় বন্ধ হয়ে যায়। স্টকটি এখন 50 টাকার তালিকাভুক্ত মূল্য থেকে দ্বিগুণেরও বেশি বেড়েছে। IREDA-এর মার্কেট ক্যাপ 27,415 কোটি টাকায় পৌঁছেছে।


সরকারি কোম্পানির স্টক বৃদ্ধি
গত এক থেকে দেড় বছরে সরকারি খাতের কোম্পানিগুলিতে শক্তিশালী বৃদ্ধি দেখিয়েছে। বিশেষ করে জ্বালানি প্রতিরক্ষা ও সরকারি ব্যাঙ্কের শেয়ারের দাম বেড়েছে। জ্বালানি খাতে আরইসি, পাওয়ার ফিন্যান্স, এনটিপিসি, এনএইচপিসি এবং এসজেভিএন-এর শেয়ারগুলি অসাধারণ বৃদ্ধি পেয়েছে। 


IREDA হল এমন একটি কোম্পানি, যারা রিনিউয়েবল খাতে কোম্পানিগুলোকে আর্থিকভাবে সমৃদ্ধ করে। এদের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল বলে ধরা হচ্ছে। পরিবেশের কথা মাথায় রেখে আগামী বছরগুলোতে নবায়নযোগ্য জ্বালানির ওপরও জোর দিচ্ছে সরকার। এমতাবস্থায়, এক বছরে আরইসি পিএফসি-র স্টক বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বিনিয়োগকারীরা এখন আইআরইডিএ-র স্টক নিয়ে বেশ বুলিশ।


কেন IREDA-তে এই গতি?
IREDA PM-KUSUM স্কিম, রুফটপ সোলার এবং অন্যান্য B2C সেক্টরে ঋণ প্রদানের জন্য একটি খুচরা বিভাগ তৈরি করেছে। IREDA এর খুচরা বিভাগ কুসুম-বি স্কিমের অধীনে 58 কোটি টাকার ঋণ অনুমোদন করেছে, যার কারণে স্টক বেড়েছে। আইআরইডিএ চেয়ারম্যান এমডি প্রদীপ কুমার দাস রিটেল বিভাগ চালুর ঘোষণা দেন। IREDA তাদের নিয়ন্ত্রক ফাইলিংয়ে এই সিদ্ধান্তের তথ্য দিয়েছে।


India's Favourite Investment: ব্যাঙ্ক এফডি, এসআইপি বা সোনা নয়,কোথায় সবথেকে বেশি বিনিয়োগ করেন ভারতীয়রা ?