ভাস্কর মুখোপাধ্যায় বীরভূম: অনুব্রত (Anubrata Mandal) ঘনিষ্ঠ তৃণমূল নেতার (TMC Leader) বাড়িতে তল্লাশি অভিযানে ফের প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। বোলপুরে তৃণমূল নেতার (TMC Leader) বাড়ি থেকে প্রায় ৯০৫ লিটার বেআইনি অ্য়ালকোহল উদ্ধার করল আবগাড়ি দপ্তর ও ড্রাগস কন্ট্রোল ব্যুরো।


৮০ শতাংশ অ্য়ালকোহল যুক্ত এই ওষুধ মূলত ঝাড়খণ্ড থেকে আসত


বোলপুরের মকরমপুরে অনুব্রর মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূল নেতা পুষ্পেন্দু রায়ের বাড়িতে যৌথ অপারেশন চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণে মজুত করা এরোমেটিক কার্ডামম টিনচার। ৮০ শতাংশ অ্য়ালকোহল যুক্ত এই ওষুধ মূলত ঝাড়খণ্ড থেকে আসত। বেআইনি ভাবে মজুত করা হয়েছে বলে জানান আবগারি দফতরের সুপার একলব্য চক্রবর্তী। 


প্রায় ১ ঘন্টা তল্লাশি চালায় আবগারি দপ্তর ও ড্রাগস কন্ট্রোল ব্যুরো


বোলপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মকরমপুরে তৃণমূল নেতা পুষ্পেন্দু রায় ওরফে রাজার বাড়িতে প্রায় ১ ঘন্টা তল্লাশি চালায় আবগারি দপ্তর ও ড্রাগস কন্ট্রোল ব্যুরো। যৌথ অভিযান চালিয়ে প্রায় ৯০৫ লিটার এরোমেটিক কার্ডামম টিনচার উদ্ধার করে৷ বেআইনি ভাবে ৮০ শতাংশ এলকহল যুক্ত এই ওষুধ মজুত করা হয়েছিল৷


প্রায় ৯০৫ লিটার বেআইনি অ্য়ালকোহল উদ্ধার


আবগাড়ি দপ্তরের বীরভূম জেলার সুপার একলব্য চক্রবর্তী জানান, বেআইনি ভাবে মজুত করে এই ওষুধ মূলত মাদক দ্রব্য হিসাবে ব্যবহার করা হয়৷ খবর পেয়ে এদিন তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয় বেআইনি এলকহল৷ প্রতিবেশী ঝাড়খণ্ড রাজ্য থেকে সম্পূর্ণ বেআইনি ভাবে পাচার হত এই ওষুধ। এই বিষয়ে একটি মামলা রুজু করে তদন্ত করার হবে বলে জানান আবগারির সুপার৷ 


আরও পড়ুন, ১৩ তেই সব শেষ, সপ্তম শ্রেণীর পড়ুয়াকে ছোবল 'চন্দ্রবোড়ার'


'এই ওষুধ মূলত নেশার দ্রব্য হিসাবে ব্যবহার হয়'


প্রসঙ্গত, তৃণমূল নেতা পুষ্পেন্দু রায় অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত৷ পাশাপাশি, দীর্ঘদিন ধরে ওষুধ কারবারের সঙ্গে যুক্ত তিনি৷ আবগারির দপ্তরে সুপার বলেন, 'এই ওষুধ মূলত নেশার দ্রব্য হিসাবে ব্যবহার হয়। বেআইনি ভাবে মজুতের খবর পেয়ে আমরা দুটি দপ্তর তল্লাশি চালাই৷ ৯০৫ লিটার বেআইনি ওষুধ উদ্ধার করেছি। একটা মামলাও করা হবে৷ তারপর অভিযুক্তকে গ্রেপ্তার করব৷' যদিও, তৃণমূল নেতা পুষ্পেন্দু রায় বলেন, 'আমার কাছে কাগজপত্র আছে। ওনারা নিয়ে গিয়েছেন খতিয়ে দেখুক। তদন্তে যা হবে দেখা যাবে।'