Israel Stock Exchange: ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি চরমে উঠেছে ইজরায়েলের। জানা গিয়েছে ইজরায়েলের হাসপাতালে হামলা চালিয়েছে ইরান, এবারে ইজরায়েলের তেল আভিভ স্টক এক্সচেঞ্জ অফিসেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, এমনটাই পাওয়া গিয়েছে খবর। তবু এই হামলায় (Israeli Stock Market) বাজারে কোনও প্রভাব পড়েনি। আশ্চর্যের ব্যাপার ইরান-ইজরায়েলের প্রত্যক্ষ সংঘাতের মধ্যেও আজ বৃহস্পতিবার ইজরায়েলের (Israel Stock Exchange) শেয়ার বাজার ৪ শতাংশ লাফ দিয়ে ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তরে উঠল। এই অনিশ্চয়তার মধ্যেও বিনিয়োগকারীরা স্থানীয় ইকুইটিতে দারুণভাবে বিনিয়োগ করছেন ইজরায়েলে।
ইজরায়েলের উপরে ২৫টি নতুন ক্ষেপণাস্ত্র হামলার ফলে ইরানের এই হামলায় তেল আভিভ স্টক এক্সচেঞ্জ বিল্ডিংও ক্ষতিগ্রস্ত হয়। তেল আভিভ স্টক মার্কেটের অল শেয়ার সূচক ০.৫ শতাংশ বেড়ে আজ ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। ২৫৭৪.৮৯-এর স্তরে উঠে এসেছে সূচক। TA-35 এবং TA-125 এর মত অন্যান্য সূচকগুলিও সবুজে লেনদেন করেছে আজ, আর এই দুই সূচক যথাক্রমে ২৮১০.৮৫ এবং ২৮৫০.০৮-এর স্তরে উঠে এসেছে।
১৩ জুন ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইজরায়েলের স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক TA 125 উর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। এই সময়ের মধ্যে এটি ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জুন মাসে এই সূচকটি এখনও পর্যন্ত প্রায় ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে যা মে মাসে লক্ষণীয় সর্বোচ্চ ৬.৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এপ্রিলে রেকর্ড ৪.৫৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল এই সূচক যা ভেঙে গিয়েছে এবারের উচ্চতায়।
এএফপি সংবাদমাধ্যম ইজরায়েলের স্টক এক্সচেঞ্জ অফিসে ইরানের হামলার খবরটি নিশ্চিত করেছে। বৃহস্পতিবার সকালে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পরে দক্ষিণ ইজরায়েলের একটি হাসপাতাল এবং তেল আভিভের কাছে দুটি শহরে হামলা চালানো হয়েছে বলে জানা গিয়েছে। দক্ষিণ ইজরায়েলের বেয়ারশোবায় সোরোকা হাসপাতালে ইরানের হামলার পরে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সতর্ক করে দিয়েছেন যে ইরানকে এর জন্য বড় মূল্য দিতে হবে। অন্যদিকে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সেনাবাহিনীকে ইরানের উপরে তীব্র হামলা চালানোর নির্দেশ দিয়েছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)