দক্ষিণ ২৪ পরগনা: বজবজে গিয়ে বিক্ষোভের মুখে সুকান্ত মজুমদার। ১০০ দিনের কাজের টাকার দাবিতে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। বিজেপি রাজ্য সভাপতিকে 'চোর' স্লোগানও দেওয়া হয় বলে অভিযোগ। এখানেই শেষ নয়, সুকান্ত লক্ষ্য করে জুতো। এদিন বজবজে আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে গিয়েই বিক্ষোভের মুখে পড়েন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
মমতা বন্দ্য়োপাধ্যায় এটাকে পাকিস্তান বানিয়ে ছেড়ে দিয়েছে : সুকান্ত
যদিও এদিন পাল্টা শাসকদলকেই চোর স্লোগান দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে চাই, এটাকে গণতন্ত্র বলে কিনা ? ওনাকে অনুরোধ করব, এই ভিডিওটা একবার দেখে নিতে। যেভাবে গণতন্ত্রকে আজকে রাস্তার মধ্যে নগ্ন করে, যেভাবে তাঁকে ধর্ষণ করা হল, এটাকে গণতন্ত্র বলে না। ..এই পরিস্থিতি তৈরি করে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার ভাইপো এবং জাহাঙ্গির খান।...এই কাজের জন্য জেহাদিদের নিয়ে আসা হয়েছে। এখানকার লোক নয়। বাংলাদেশের লোক রয়েছে। বাংলাদেশ থেকে এসে এইসব করছে। মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে পাকিস্তান বানিয়ে ছেড়ে দিয়েছে।'
তাঁর দিকে জুতো ছোড়া মানে সমগ্র শিক্ষক সমাজের উপরে জুতো ছোড়া, আমি এর নিন্দা করছি : শুভেন্দু
এই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভপ্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। এদিন সিউড়িতে নারী সম্মান যাত্রায় হাঁটতে হাঁটতে তিনি বলেন, ডক্টর সুকান্ত মজুমদার একজন রাজনৈতিক ব্যাক্তিত্ব বা মন্ত্রী নন, উনি একজন সফল শিক্ষক। তাঁর দিকে জুতো ছোড়া মানে সমগ্র শিক্ষক সমাজের উপরে জুতো ছোড়া। আমি এর নিন্দা করছি।' অপরদিকে, এই ঘটনার পর তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, বিজেপি নেতারা যেখানেই যাবেন, তাঁদেরকে তো কৈফিয়ত দিতে হবে, ১০০ দিনের কাজের কেন তাঁরা টাকা দিচ্ছেন না ? মানুষের ক্ষোভ থাকবে, শ্রমজীবী মানুষ, কাজ করিয়েছেন, টাকা দেননি ! টাকা কে দিয়েছেন ? মমতা বন্দ্যোপাধ্যায়। কোথা থেকে দিয়েছেন ? বাংলা নিজের তহবিল থেকে । কারা টাকা দেয়নি ? কেন্দ্রীয় সরকার' বলে অভিযোগ তোলেন তিনি।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)