Stock Market News: গতকালই বাজারে এক লাফে ১ শতাংশ বেড়েছিল আইটিসির শেয়ারের দাম। আর তার ফলেই এই শেয়ারের দাম পৌঁছে গিয়েছিল রেকর্ড উচ্চতায়। ৫২২.৪৫ টাকায় বন্ধ হয়েছিল এই শেয়ারের দাম গতকাল, আর আজ সেই দাম থেকে আরও বাড়ছে এই শেয়ার (ITC Share Price)। আজ এখনও পর্যন্ত ০.৩৪ শতাংশ বেড়ে আইটিসির শেয়ার ট্রেড করছে ৫২৫.২০ টাকায়। জানা গিয়েছে এই প্রথমবার সংস্থার বাজার মূলধন (Stock Market) ছাড়িয়ে গিয়েছে ৬.৫ লক্ষ কোটিরও বেশি। সম্প্রতি এই সংস্থা স্প্রাউটলাইফ গুডস সংস্থায় নিজের স্টেকও বাড়িয়েছে।
একটি এক্সচেঞ্জ ফাইলিংয়ে আইটিসি জানিয়েছিল যে এই সংস্থা স্প্রাউটলাইফ নামের একটি স্টার্ট আপ প্রতিষ্ঠানে নিজেদের স্টেক বাড়িয়েছে। 'যোগা বার' ট্রেডমার্কের অধীনে এই স্টার্ট আপ সংস্থা খাদ্যপণ্য উৎপাদন ও বিপণন করবে। এটি একটি ডিজিটাল ফার্স্ট ব্র্যান্ড হিসেবে নিজের জায়গা করে নিয়েছে। ডিটুসি, ই-কমার্স প্ল্যাটফর্মে দারুণ পারফর্ম করার পরে অফলাইন সেলসের দিকে নজর দিচ্ছে। আইটিসির মতে এই সংস্থার মধ্যে ভাল পোটেনশিয়াল রয়েছে।
বিগত তিন বছর ধরে স্প্রাউটলাইফের টার্ন ওভার ৬৮ কোটি থেকে বেড়ে হয়েছে ১০৮ কোটি টাকা। আইটিসি এবার স্প্রাউটলাইফ ফুড প্রোডাক্টস সংস্থার ১৪১৩টি কম্পালসরি কনভার্টিবল প্রেফারেন্স শেয়ার অধিগ্রহণ করেছে যা ২০২৩ সালেই চুক্তি হয়েছিল। আর এর মাধ্যমে ধীরে ধীরে এই সংস্থার সম্পূর্ণ স্টেক নিয়ে নেবে আইটিসি।
এখন স্প্রাউটলাইফে আইটিসির বিনিয়োগ রয়েছে ২৫৫ কোটি টাকা যা কিনা এই সংস্থার ৪৫ শতাংশ স্টেক। আইটিসির শেয়ার এই বছরের শুরু থেকেই দারুণ পারফর্ম করেছে। ২০২৪ সালেই প্রায় ১৩ শতাংশ বেড়েছে এই শেয়ারের দাম। গতকাল ২টো নাগাদ ৫২০.৬০ টাকার কাছাকাছি রেকর্ড উচ্চতায় ট্রেড করছিল এই শেয়ার। বিগত ৬ মাসে আইটিসির শেয়ারে ২২.৫৮ শতাংশ মুনাফা এসেছে, আর এক মাসেই এই শেয়ার থেকে মুনাফা এসেছে ৪.৮০ শতাংশ। মাত্র ৫ দিনে আইটিসি বিনিয়োগকারীদের ২.০৫ শতাংশ রিটার্ন এনে দিয়েছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Share Market Opening: গতি কমেছে সেনসেক্স-নিফটিতে, আজ বাজারে মুনাফা দিতে পারে এই স্টকগুলি