Income Tax: আর বেশিদিন সময় নেই হাতে। মাত্র দু-সপ্তাহ আছে আর বাকি। ৩১ জুলাইয়ের মধ্যেই জমা করতে হবে আইটিআর। কিন্তু সমস্যায় পড়ছেন বহু করদাতা। আইটিআর পোর্টালে (ITR Deadline) প্রযুক্তিগত কিছু ত্রুটির কারণে অনেকেই ঠিকমত আইটিআর (ITR Filing) জমা করতে পারছেন না, এমন অভিযোগ আসছে বারবার। সমাজমাধ্যমেও এই আইটিআর পোর্টালের গোলযোগ নিয়ে সরব হয়েছেন নেটিজেনরা। আর তাই সমাজমাধ্যমে ভারতের আয়কর বিভাগকে (IT Department) আয়কর জমার শেষদিন আরও খানিক বাড়ানোর জন্য দাবি তুলেছেন বহু করদাতা।
সম্প্রতি আয়কর বিভাগের পক্ষ থেকে সমাজমাধ্যমে একটি সতর্কবার্তা জারি করে বলা হয় যে ট্যাক্স রিফান্ড পাওয়ার জন্য কোনও ভুয়ো মেসেজে লিঙ্কে ক্লিক করার কথা বললে তা থেকে বিরত বলা হচ্ছে। ট্যাক্স রিফান্ড নিয়েও শুরু হয়েছে সাইবার জালিয়াতি। ভুয়ো মেসেজের মাধ্যমে লিঙ্কে ক্লিক করিয়ে জালিয়াতরা ফাঁকা করে দিচ্ছে অ্যাকাউন্ট। সেই বিষয়ে সতর্কতা জারি করেছে আয়কর বিভাগ। তবে আয়কর পোর্টালের প্রযুক্তিগত সমস্যা নিয়ে কোনও আপডেট দেওয়া হয়নি আয়কর বিভাগের তরফে। তা নিয়ে ক্ষোভও তৈরি হয়েছে সাধারণ করদাতাদের মধ্যে।
এক্স হ্যান্ডলে জনৈক নেটিজেন পোস্ট করে লেখেন, 'সাইট কাজ করছে না। ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে রিবেট ইস্যু ঠিক করা দরকার দ্রুত। আর কিছুদিনই মাত্র বাকি আছে। সাইটে এখনও কোনও ইমপ্রুভমেন্ট নেই। এমনকী রিবেট নিয়ে কোনও স্পষ্টীকরণও নেই সাইটে। তাই ডেডলাইন আরও বাড়ানো হোক।' এই পোস্টের উত্তরে আয়কর বিভাগ প্যান কার্ড এবং মোবাইল নম্বর চেয়ে পাঠিয়েছে সেই নেটিজেনের যাতে তাঁর সমস্যা দূর করা যায়।
মূলত চারটি বিষয়ে পোর্টালে সমস্যা দেখা যাচ্ছে। 26AS/AIS/TIS অ্যাক্সেস করা, AIS/TIS অপশনে সীমিত রেসপন্স, দেরি করে রেসপন্স আসা, ই-ফাইলিং পোর্টালের প্রযুক্তিগত ত্রুটি, প্রি-ফিলড ডেটায় অসঙ্গতি, ওটিপি না আসা ইত্যাদি।
সমাজমাধ্যমে জনৈক নেটিজেন এই পোর্টালের সমস্যার কথা উল্লেখ করে একে প্রাধান্য দিয়ে আগামী ১০-১৫ দিনের মধ্যে সমাধান করা দরকার। প্রয়োজনে জমা করার শেষ দিন আরও বাড়ানো দরকার যাতে করদাতারা সমস্যায় না পড়েন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Microsoft Global Outage: ফিরল হাতে লেখা বোর্ডিং পাস, সাদা-কালো যুগ মনে করাল মাইক্রোসফটের সমস্যা