Income Tax Return: ২০২৪-২৫ অর্থবর্ষ এবং ২০২৩-২৪ অর্থবর্ষের আইটিআর জমার শেষ দিন আর মাত্র ৩ দিন পরেই। ৩১ জুলাইয়ের মধ্যেই জমা করতে হবে আয়কর। আর এই ডেডলাইন পেরিয়ে গেলে দিতে হবে মোটা টাকার জরিমানা। আর এই ডেডলাইন (ITR Filing) যত কাছে এগিয়ে আসছে, মানুষের আয়কর জমার হার বাড়ছে। আয়কর বিভাগের (Income Tax) দেওয়া তথ্য অনুসারে, ইতিমধ্যে ২৬ জুলাই পর্যন্ত প্রায় ৫ কোটি ITR জমা পড়ে গিয়েছে পোর্টালে। এক্স হ্যান্ডলে এমনই তথ্য দিয়েছে আয়কর দফতর। কিন্তু তারপরেও বহু মানুষ সমাজমাধ্যমে অভিযোগ জানাচ্ছেন ই-ফাইলিং পোর্টালে আয়কর জমায় সমস্যা নিয়ে।
৫ কোটি রিটার্ন জমা পড়েছে ইতিমধ্যেই
২৬ জুলাইয়ের মধ্যে জমা পড়ে গিয়েছে ২৮ লক্ষেরও বেশি করদাতার আইটিআর ফাইল। আয়কর বিভাগ জানিয়েছে যে, দেশের শীর্ষস্থানীয় আইটি সংস্থা ইনফোসিসকে নিশ্চিত করতে হবে যাতে আইটিআর ফাইল করতে গিয়ে করদাতারা কোনও সমস্যায় না পড়েন। এর সঙ্গে সঙ্গে আয়কর বিভাগ এও দাবি করেছে রিটার্ন ফাইলিংয়ের শেষ সপ্তাহে এসেও করদাতাদের কোনও সমস্যায় পড়তে হবে না, পোর্টালের সমস্যার সুষ্ঠু সমাধান করা হবে।
খুব ধীর গতিতে চলছে আয়কর বিভাগের পোর্টাল
আয়কর বিভাগ যদিও জানিয়েছে এবং দাবি করেছে যে শেষ সপ্তাহে এসেও করদাতাদের আইটিআর জমা করাতে কোনও সমস্যায় পড়তে হবে না। কিন্তু তারপরেও বহু মানুষ সমাজমাধ্যমে অভিযোগ জানাচ্ছেন যে তারা সমস্যায় পড়ছেন। ই-ফাইলিং পোর্টালে সমস্যা হচ্ছে কর জমা করতে। ই-ফাইলিং পোর্টাল খুব ধীর গতিতে চলছে, এমন অভিযোগ উঠেছে। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট চিরাগ চৌহান এক্স হ্যান্ডলে লিখে জানিয়েছেন যে এই আয়কর পোর্টাল খুব ডাউন চলছে এখন। এই পোস্টে ইনকাম ট্যাক্স অফ ইন্ডিয়াকে ট্যাগও করে দিয়েছেন তিনি। ক্ষোভ প্রকাশ করেই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট চিরাগ চৌহান লিখেছেন, করদাতারা যদি সময়ে কর জমা না করেন, তাহলে আয়কর বিভাগ তাদের উপর জরিমানা আরোপ করে। আর এই পরিস্থিতিতে যদি আইটি রিটার্ন ফাইল করা সম্ভব না হয়, তাহলে এর জন্য কাকে দায়ী করব ? আয়কর বিভাগ ইনফোসিসকে দায়িত্ব দিয়েছে যাতে এই আয়কর জমার পোর্টালে সুষ্ঠুভাবে কাজ করা যায়। এখন আইটি রিটার্ন সময়ে জমা না হলে জরিমানার টাকা কি ইনফোসিস দেবে করদাতাদের ?
আরও পড়ুন: Bank Holiday: পরের মাসে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, জেনে নিন ছুটির দিনক্ষণ