Tech Layoffs: কোম্পানির সিদ্ধান্তে মতের অমিল ! ডিজনির চিফ টেকনিক্যাল অফিসার (সিটিও) পদ থেকে সরে দাঁড়ালেন জেরেমি ডুইগ (Jeremy Doig)। অন্তত তেমনই খবর প্রকাশ করেছে সংবাদ সংস্থা ব্লুমবার্গ। শোনা যাচ্ছে, কোম্পানির ইন্টারনাল নোটে ডিজনি থেকে ডুইগের পদত্যাগের কথা উল্লেখ করা হয়েছে।


Disney CTO Quits: কী দায়িত্বে ছিলেন ডুইগ ? 
ডিজনিতে বড় দায়িত্ব সামলেছেন  Doig। তাঁর অন্যতম দায়িত্বের মধ্যে রয়েছে- ডিজনি+, হুলু ও ইএসপিএন+ এর মতো স্ট্রিমিং পরিষেবাগুলি। এই সার্ভিসগুলির তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন ডুইগ। ২০২২ সালের মার্চে Google-এ দীর্ঘ দায়িত্ব পালনের পর ডিজনিতে যোগ দেন তিনি। কেম্পানির নোটে, ডিজনির ওটিটি প্ল্যাটফর্মগুলির ইঞ্জিনিয়ারিংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাইক হ্যানলি লিখেছেন, "আমাকে জানানো হয়েছে, জেরেমি ডুইগ আর কোম্পানির সঙ্গে নেই।"


Tech Layoffs: কত কর্মী ছাঁটাই করেছে ডিজনি ?
গত সপ্তাহে কোম্পানির সিইও বব ইগর ৭,০০০ চাকরি ছাঁটাইয়ের পরিকল্পনার কথা ঘোষণা করেন। মূলত, ডিজনিতে ৫.৫ বিলিয়ন ডালা খরচ বাঁচানো ও এর স্ট্রিমিং ব্যবসাকে লাভজনক করে তোলা লক্ষ্যেই এই ছাঁটাই করেছে কোম্পানি। 


Disney Layoffs: বিনোদন দুনিয়ার এই সংস্থা সম্প্রতি ঘোষণা করেছিল, খরচ নিয়ন্ত্রণের জন্য কর্মী ছাঁটাই (Layoffs) করা হবে কোম্পানিতে। ডিজনি সংস্থার সিইও Bob Iger জানিয়েছেন অন্তত ৭০০০ কর্মী চাকরি খোয়াতে পারেন এই ছাঁটাইয়ের ধাক্কায়। বিভিন্ন বিভাগ থেকে চলবে ছাঁটাই প্রক্রিয়া। তবে ডিজনি সংস্থার নির্দিষ্ট কোন কোন বিভাগে ছাঁটাইয়ের প্রভাব পড়বে তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। ডিজনি সংস্থার সাম্প্রতিক ত্রৈমাসিক আয় ঘোষণার পরই এই বড় সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। 


আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশেই চলছে কর্মী ছাঁটাই। বড় বড় প্রযুক্তি সংস্থাগুলি একধাক্কায় ব্যাপক হারে কর্মী ছাঁটাই শুরু করেছে। কোন কোনও সংস্থায় গতবছর অর্থাৎ ২০২২ সাল থেকেই চলছে ছাঁটাই প্রক্রিয়া। এই বছরেও ওই সংস্থাগুলিতে চালু রয়েছে কর্মী ছাঁটাই। এবার সেই দলেই নাম জুড়েছে ডিজনি সংস্থাও। 


Job Layoffs: বিশ্ববাজারে মন্দার প্রভাব পড়েছে প্রযুক্তি কোম্পানিগুলিতে। যার জেরে একে একে মাইক্রোসফট, গুগলের মতো কোম্পানিতে বহু কর্মীর চাকরি গেছে। এবার সেই তালিকায় নতুন সংযোজন লিঙ্কডইন।  


LinkedIn Layoffs: ভারতে কত কর্মী চাকরি গেল ?
কর্মসংস্থান বা চাকরির এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম লিঙ্কডইন তার নিয়োগ বিভাগ থেকে কর্মীদের ছাঁটাই করেছে। সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছে, লিঙ্কডইনের মালিক মাইক্রোসফ্ট হোলোলেন্স, সারফেস ও এক্সবক্স টিম সহ তার হার্ডওয়্যার বিভাগে ছাঁটাই ঘোষণা করেছে আগেই। এবার সেই পথেই হেঁটেছে প্রযুক্তি সংস্থা। ব্লুমবার্গ জানিয়েছে,লিঙ্কডইন তার ৬১৭ জন কর্মীকে বরখাস্ত করেছে।


আরও পড়ুন: LinkedIn Layoffs: ৬০০-র বেশি লোক ছাঁটাই, এবার এই কোম্পানিতে হাহাকার !