নয়াদিল্লি: রাজস্থানে (Rajasthan) রাজকীয় ঢঙে বিয়ে সারেন বলিউডের 'শেরশাহ' জুটি (Shershah Couple) সিদ্ধার্থ মালহোত্র (Sidharth Malhotra) ও কিয়ারা আডবাণী (Kiara Advani)। গত ৭ ফেব্রুয়ারি পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। বিয়ের দিনই পোস্ট করেন ছবি। তবে বাকি ছিল অন্যান্য অনুষ্ঠানের ছবি প্রকাশ। প্রেমদিবসে (Valentine's Day) অনুরাগীদের জন্য যুগল পোস্ট করলেন 'হলদি' অনুষ্ঠানের ছবিও।
সিড-কিয়ারার 'হলদি'র ছবি প্রকাশ
গোলাপী-সাদার মিশেলে বিয়ের সাজপোশাক, তার ওপর স্বপ্নিল মালাবদলের ভিডিও। এমনিতেই নজর কাড়ছিল সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের ছবি। আজ ভ্যালেন্টাইন্স ডে-তে পোস্ট করলেন গায়ে হলুদ অনুষ্ঠানের ছবি।
হলুদ পাঠান স্যুট, সঙ্গে মাল্টি কালার্ড দুপাট্টায় নজরকাড়া সিদ্ধার্থ মালহোত্র। অন্যদিকে, ঘিয়ে রঙের লেহঙ্গা, এবং হলুদ ওড়নায় সেজেছিলেন কিয়ারা, সঙ্গে ভারী গয়না। নজর কাড়ছেন তারকা জুটি। ক্যাপশনে লিখলেন, 'পেয়ার কা রং চড়া হ্যায়।' প্রেমের দিনে প্রেমের ক্যাপশনে নবদম্পতি ফের ভাইরাল হলেন সোশ্যাল মিডিয়ায়।
বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় দুই তারকাই নিজেদের প্রোফাইল পিকচার বদলে ফেলেছেন। বিয়ের সাজে ছবি এখন তাঁদের 'ডিপি' ইনস্টাগ্রামে। অন্যদিকে, ১২ তারিখের অনুষ্ঠানে ঝলমলে কালো ব্লেজারে সেজেছিলেন সিদ্ধার্থ। কিয়ারা পরেছিলেন সাদা ও কালো গাউন, গলায় ভারী গয়না। নজর কাড়ছিলেন নবদম্পতি। ভাইরাল হয়েছে তাঁদের 'কালা চশমা' ও 'বুর্জ খলিফা' গানে নাচও। এদিন মুম্বইয়ে ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য রেখেছিলেন বিশেষ পার্টি।
প্রসঙ্গত, সিদ্ধার্থ মালহোত্র ও কিয়ারা আডবাণীর একসঙ্গে অভিনীত একমাত্র ছবি 'শেরশাহ'। সেখানে ক্যাপ্টেন বিক্রম বাত্রা ও তাঁর যমজ ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন সিদ্ধার্থ। এই ছবির সেট থেকেই শুরু সিদ্ধার্থ কিয়ারার প্রেম। ফলে সেই পরিবারের প্রতি যে বিশেষ টান থাকবে নবদম্পতির, তা বোঝাই যায়। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি খুব ঘুরছে। ১২ ফেব্রুয়ারির মুম্বইয়ের বিশেষ রিসেপশন পার্টিতে নবদম্পতির সঙ্গে পোজ দিয়েছেন বিক্রম বাত্রার পরিবার। সিদ্ধার্থ, কিয়ারার সঙ্গে বিক্রম বাত্রার যমজ ভাইকে দেখা যাচ্ছে ছবিতে। 'শেরশাহ' (Shershah) রিইউনিয়নের এই ছবি অনুরাগীদের খানিক আবেগে ভাসিয়েছে বটে।
অন্যদিকে, সিদ্ধার্থ মলহোত্র এবং কিয়ারা আডবাণীর বিয়ের আগে থেকেই শোনা যাচ্ছিল যে, বিয়ের পর তাঁরা বান্দ্রার পালি হিলের বিলাসবহুল বাড়িতে উঠবেন। কিন্তু সংসার পাতার জন্য অন্য একটি বাসস্থানের সন্ধান চালাচ্ছিলেন অভিনেতা। আর সেই জন্যই তাঁরা নতুন একটি বাড়ি কিনলেন। সম্প্রতি নেট দুনিয়ায় পাপারাৎজিদের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। দেখা গেল তারকা দম্পতির নতুন বাসস্থানের ঝলক।