Mukesh Ambani: জিও ফিনান্সিয়াল সার্ভিসেস এবং ব্ল্যাকরক এই দুই সংস্থা এবার একত্রে কাজ করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। ৫০ শতাংশ করে অংশীদারিত্ব নিয়ে একটি জয়েন্ট ভেঞ্চার চালু করবে এই দুই সংস্থা। মূলত ওয়েলথ ম্যানেজমেন্ট এবং ব্রোকারেজ পরিষেবার জগতেই পা রাখতে চলেছ এই দুই সংস্থা। এই সপ্তাহের সোমবার ১৫ এপ্রিলই এই নয়া ঘোষণা করা হয় জিও ফিনান্সিয়াল সার্ভিসেসের (Jio Financial Services) পক্ষ থেকে।


ওয়েলথ ম্যানেজমেন্ট ও ব্রোকারেজ ব্যবসা চালু করবে জিও


স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে জিও ফিনান্সিয়াল সার্ভিসেস জানিয়েছে যে, জিও এবার নতুনভাবে একটি ওয়েলথ ম্যানেজমেন্ট ও ব্রোকারেজ (Jio Financial Services) ব্যবসা চালু করবে। ২০২৩ সালের ২৬ জুলাইতেই এই অংশীদারিত্বের কথা জানা গিয়েছিল। মূলত ওয়েলথ ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিতে নতুন দিশা দেখাতে চলেছে এই জিও-ব্ল্যাকরকের যৌথ উদ্যোগ। বিনিয়োগের বিভিন্ন মাধ্যম সম্পর্কে জানাবে এই নতুন উদ্যোগ। এমনকী ডিজিটাল প্রোডাক্টও তৈরি করবে তাঁরা। তবে এই ওয়েলথ ম্যানেজমেন্ট এবং ব্রোকারেজ ব্যবসার সূচনা মূলত বাজার নিয়ন্ত্রক সেবির উপরেই নির্ভর করবে। জিও ফিনান্সিয়াল সার্ভিসেসের শেয়ার গতকাল সোমবার বম্বে স্টক এক্সচেঞ্জে ৪.৮২ শতাংশ কমে, ৩৫৪.৪০ টাকায় বন্ধ হয়।


মিউচুয়াল ফান্ডের লাইসেন্স এখনও আসেনি


মুকেশ আম্বানির রিলায়েন্স গ্রুপের অধীনে জিও ফিনান্সিয়াল সার্ভিসেস (Jio Financial Services) জানিয়েছে যে, বর্তমানে তাঁরা বাজার নিয়ন্ত্রক সেবি থেকে মিউচুয়াল ফান্ড লাইসেন্সের অনুমোদনের জন্যও অপেক্ষা করছে। ব্ল্যাকরকের প্রধান রাচেল লর্ড জানিয়েছিলেন যে ভারত তাঁদের কাছে একটি বিপুল সুযোগ, বিপুল সম্ভাবনার উৎস। এই দেশে ধীরে ধীরে ডিজিটাল বদল আসছে, দেশের জনসংখ্যার অংশ হতে গেলে এই দেশের বিপুল সংখ্যক বিনিয়োগকারীর কাছে পৌঁছাতে হবে।


রিলায়েন্স থেকে পৃথক হয়ে গিয়েছে জিও ফিনান্সিয়াল সার্ভিসেস


জিও ফিনান্সিয়াল সার্ভিসেস মূলত একটি আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থা (Jio Financial Services)। এই সংস্থা আগে ছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সহকারী সংস্থা। ২০২৩ সালের আগস্ট মাসে এই সংস্থার শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। অন্যদিকে ব্ল্যাকরক আইএনসি আন্তর্জাতিক বাজারের একটি বড় বহুদেশীয় বিনিয়োগকারী সংস্থা। বিশ্বের সবথেকে বড় ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সংস্থা মোট ১০ ট্রিলিয়ন ডলার মূল্যের সম্পদ ব্যবস্থাপনার কাজে জড়িত ছিল।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Petrol Price: ৪৪ পয়সা দাম কমল রাজ্যের এই জেলায়, দেশের কোথায় সস্তা আজ পেট্রোল ডিজেল ?