Reliance Jio: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সম্প্রতি ডিজনি হটস্টারের মালিকানা স্বত্ব অধিকার করেছে। এখন এই সংস্থা সিদ্ধান্ত নিয়েছে যে ডিজনি হটস্টার এবং জিও সিনেমা (Jio Cinema) একত্রিত হয়ে যাবে। এরপরে এই নতুন প্ল্যাটফর্ম শুধুমাত্র ডিজনি হটস্টারের নামেই (Disney+Hotstar) চলবে বলে জানা যাচ্ছে। এই মার্জিংয়ের ফলে নতুন কোম্পানির অধীনে ১০০টির কাছাকাছি চ্যানেল এবং ২টি স্ট্রিমিং সার্ভিস পাবেন গ্রাহকরা।
জিও সিনেমা আলাদা করে চালাতে চায় না সংস্থা
সংবাদসূত্রে জানা গিয়েছে স্টার ইন্ডিয়া এবং ভায়াকম ১৮-এর মার্জারের পরে ডিজনি হটস্টারই একমাত্র স্ট্রিমিং প্ল্যাটফর্ম হয়ে উঠবে। রিলায়েন্স জিও চায় না একসঙ্গে দুটি আলাদা প্ল্যাটফর্ম চালাতে। ফলে জিও সিনেমা ডিজনি হটস্টারের সঙ্গে একত্রিত হয়ে ডিজনির নামেই চলবে স্ট্রিমিং প্ল্যাটফর্ম। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সম্প্রতি স্ট্রিমিং ব্যবসার নানাবিধ বিকল্প খুঁজে নিয়েছে। এর আগে আলোচনা হয়েছিল যে একসঙ্গেই দুটি প্ল্যাটফর্ম চলবে। একটি থাকবে শুধু স্পোর্টসের জন্য এবং অন্যটি থাকবে বিনোদনের ক্ষেত্রে। যদিও সূত্র বলছে প্রযুক্তিগত কারণে সংস্থা এই ডিজনি হটস্টার প্ল্যাটফর্মকে বেশি পছন্দ করে। আর তাই এই প্ল্যাটফর্মটিকেই চালাতে চাইছে সংস্থা।
৫০ কোটি ডাউনলোড হয়েছে ডিজনি হটস্টার
এর আগে বহু সংবাদসূত্রে জানা গিয়েছে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও সংস্থা একসঙ্গে দুটি প্ল্যাটফর্ম চালাতে চায় না। ডিজনি হটস্টারের ৫০ কোটির ডাউনলোড হয়েছে, অন্যদিকে জিও সিনেমার ডাউনলোড হয়েছে ১০ কোটি। ফেব্রুয়ারি মাসেই এই সংস্থার সঙ্গে ডিজনির চুক্তি হয় যে ভায়াকম ১৮ এবং স্টার একত্রিত হবে। ৮.৫ বিলিয়ন ডলারের চুক্তি হয় এটি।
'ভুট' ব্র্যান্ডের তিনটে প্ল্যাটফর্ম একত্রিত হয়েছে জিও সিনেমায়
একটি প্রতিবেদন অনুসারে জিও সিনেমার গড় মাসিক ইউজারের সংখ্যা ২২.৫ কোটি। অন্যদিকে ডিজনি হটস্টারের মাসিক গড় ইউজারের সংখ্যা ৩৩.৩ কোটি। ৩.৫ কোটি মানুষ এই প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন নিয়েছেন। আইপিএল চলার সময় এই ব্যবহারকারীর সংখ্যা বেড়ে গিয়েছিল ৬.১ কোটিতে। এর আগে ভায়াকম ১৮ তাদের স্ট্রিমিং প্ল্যাটফর্ম ভুটকে মার্জ করেছিল জিও সিনেমার সঙ্গে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Gold Price Today: সপ্তাহান্তে সোনার দামে কী বদল ? আজ কিনলে কমে পাবেন ? দেখুন রেটচার্ট