কলকাতা: সম্প্রতি মোবাইল রিচার্ডের দাম হঠাৎ অনেকটাই বাড়িয়ে দিয়েছে রিলায়েন্স জিও। অতিরিক্ত দাম নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। সেই আবহেই রিচার্জ প্ল্যান নিয়ে বেশ কিছু বদল করেছে রিলায়েন্স জিও। এরই মধ্যে ফের নতুন এক পদক্ষেপ রিলায়েন্স জিও-র।


এবার অবশ্য মোবাইলের রিচার্জ প্ল্যান নিয়ে নয়। এবার প্রায় চুপিসাড়ে বাজারে আনা হল নতুন জিও ফোন। এরকম জিও ফোন আগেও এনেছে এই সংস্থা। এবার নতুন এক ফোন। এটি 4G এনাবেলড। অর্থাৎ, এটি ৪জি কানেকশন ব্যবহার করবে বলা হচ্ছে। রিলায়েন্স জিও-এর নতুন এই ৪জি ফোনের নাম JioBharat J1. 


দাম কত?
ফোনটির দাম এমনিতে লেখা রয়েছে ২৯৯৯ টাকা। কিন্তু সম্প্রতি ই-কমার্স পোর্টাল আমাজনে লিস্টিং হয়েছে ফোনটির- সেখানে দেখা যাচ্ছে ফোনটি ১৭৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।


কী কী রয়েছে এই ফোনে?
JioBharat J1-এ রয়েছে ২.৮ ইঞ্চির স্ক্রিন। এর ব্যাটারির আয়তন ২৫০০ mAH, এই ফোনের ক্ষেত্রে যা খারাপ নয়। রয়েছে মেমোরি কার্ডের অপশনও। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এটি বাড়ানো যায় ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যায়। রয়েছে ক্যামেরা এবং 3.5 mm অডিও জ্যাক।


এই ফিচার ফোনটি কিন্তু ব্য়বহার করা যাবে Jio মোবাইল কানেকশনের সঙ্গেই।


রয়েছে নানা সুবিধা:
এই ফোনটিতে OTT পরিষেবা ব্যবহার করা যাবে।- দেখা যাবে JioTV অ্যাপ। এর ফলে ৪৫৫টি লাইভ টিভি চ্যানেল স্ট্রিম দেখতে পারবেন ব্যবহারকারীরা। দেখা যাবে JioCinema- সিনেমা, গান, খেলার একাধিক বিনোদনের সুযোগ থাকছে ব্যবহারকারীর। JioPay -এ ব্যবহার করে UPI পেমেন্ট করা যাবে। 


কী প্ল্যান রয়েছে এর জন্য়?
JioBharat এর প্ল্যান রয়েছে মাসে ১২৩ টাকা। এই প্ল্যানে ২৮ দিনে অগণিত ফোন কল করা যাবে। তার সঙ্গে মিলবে ১৪ জিবি ডেটা।  


 





Jio-এর এই ফোন ছাড়াও আরও একাধিক ফোন রয়েছে। B2, B1, K1 Karbonn, V2 সিরিজের ফোনও রয়েছে reliance jio-এর 



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: এই রোদ, এই ঝমঝমিয়ে বৃষ্টি! সপ্তাহান্তে কোন কোন জেলা ভাসবে?