Best Jio OTT Plans: গত ৩ জুলাই থেকে রিচার্জের ট্যারিফ (Recharge Tariff) বাড়িয়েছে রিলায়েন্স জিও ইনফোকম। জিও (Jio Recharge Plans) - র প্রিপেড এবং পোস্টপেড, দু'ধরনের রিচার্জ প্ল্যানের ট্যারিফই বেড়েছে। জিও গ্রাহকদের মোবাইল রিচার্জের খরচ একধাক্কায় বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে জিও-র বেশ কিছু প্ল্যানে বর্তমানে আপনি পাবেন ওটিটি (OTT Apps) পরিষেবা। কোন প্ল্যানে কী কী ওটিটি পরিষেবা রয়েছে দেখে নেওয়া যাক সেই তালিকা। ওটিটি অ্যাপের সাপোর্ট ছাড়া আর কী কী সুবিধা থাকছে সেগুলিও জেনে নেওয়া যাবে এই তালিকা থেকে। 


১৭৫ টাকার জিও টিভি প্রিমিয়াম প্ল্যান 


এই রিচার্জ প্ল্যানে ২৮ দিনের জন্য ১০ জিবি ডেটা পাবেন ইউজাররা। তার সঙ্গে ১২টি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এই ওটিটি অ্যাপের তালিকায় রয়েছে সোনি লিভ, জি ফাইভ, জিও সিনেমা, লায়নস্টেজ প্লে, ডিসকভারি প্লাস, সান এনএক্সটি, কাঁচা লঙ্কা, প্ল্যানেট মারাঠি, হইচই, Chaupal, Docubay, EPIC ON- এগুলি। 


১২৯৯ টাকার নেটফ্লিক্স প্ল্যান 


এই রিচার্জ প্ল্যানের মেয়াদ ৮৪ দিন। প্রতিদিন ১০০ ফ্রি এসএমএসের পরিষেবা পাবেন ইউজাররা। এছাড়াও প্রতিদিন পাওয়া যাবে ২ জিবি ডেটা। তার সঙ্গে থাকছে নেটফ্লিক্স মোবাইল, জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের সাপোর্ট। 


১৭৯৯ টাকার নেটফ্লিক্স প্ল্যান 


এই রিচার্জ প্ল্যানের মেয়াদ ৮৪ দিন। প্রতিদিন ১০০ ফ্রি এসএমএসের পরিষেবা পাবেন ইউজাররা। এছাড়াও প্রতিদিন পাওয়া যাবে ৩ জিবি ডেটা। তার সঙ্গে থাকছে নেটফ্লিক্স মোবাইল, জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের সাপোর্ট। 


১০২৯ টাকার অ্যামাজন প্রাইম প্ল্যান 


এই রিচার্জ প্ল্যানের মেয়াদ ৮৪ দিন। প্রতিদিন ১০০ ফ্রি এসএমএসের পরিষেবা পাবেন ইউজাররা। এছাড়াও প্রতিদিন পাওয়া যাবে ২ জিবি ডেটা। তার সঙ্গে থাকছে অ্যামাজন প্রাইম ভিডিও মোবাইল এডিশন, জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের সাপোর্ট। 


৯৪৯ টাকার ডিজনি প্লাস হটস্টার প্ল্যান 


এই রিচার্জ প্ল্যানের মেয়াদ ৮৪ দিন। প্রতিদিন ১০০ ফ্রি এসএমএসের পরিষেবা পাবেন ইউজাররা। এছাড়াও প্রতিদিন পাওয়া যাবে ২ জিবি ডেটা। তার সঙ্গে থাকছে ডিজনি প্লাস হটস্টার (তিনমাসের জন্য), জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের সাপোর্ট। 


১০৪৯ টাকার জি ফাইভ এবং সোনি লিভ কম্বো 


এই রিচার্জ প্ল্যানের মেয়াদ ৮৪ দিন। প্রতিদিন ১০০ ফ্রি এসএমএসের পরিষেবা পাবেন ইউজাররা। এছাড়াও প্রতিদিন পাওয়া যাবে ২ জিবি ডেটা। তার সঙ্গে থাকছে সোনি লিভ (ভায়া জিও টিভি), জি ফাইভ (ভায়া জিও টিভি), জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের সাপোর্ট। 


আরও পড়ুন- বিএসএনএলের ১৩ মাসের রিচার্জ প্ল্যান, প্রতিমাসের হিসেবে খরচ ২০০ টাকার আশপাশে 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।