কলকাতা: বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে ২২ জুলাই বিজেপির প্রতিবাদ মিছিল। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বিজেপি দফতর থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত মিছিলের কর্মসূচি বিজেপির। এখনও পুলিশের কাছ থেকে মিছিল আয়োজনের অনুমতি না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের দৃষ্টি আকর্ষণ, মামলা দায়েরের অনুমতি আদালতের। আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা।


 সিইএসসির মাশুল বৃদ্ধি নিয়ে সম্প্রতি এমনই বিস্ময় প্রকাশ করেছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'আমাদের কাছে কোনও খবর নেই, আমাদের সংস্থার মাসুল বাড়াইনি। একটু তো কথা বলে নেবে, এটুকু আমরা আশা করি'। মূলত নির্বাচনের আগে যেকটি ইস্যুতে প্রচারে নেমেছিল দেশের শাসক তথা বিরোধীরা। তার মধ্যে অন্যতম ঘরে ঘরে পানীয় জল, খাদ্য (রেশন), বাসস্থান(আবাস যোজনা) এর পাশাপাশি বিদ্যুৎ।


তবে শুধুই লোকসভা নয়, দেশের অন্যান্য বিধানসভাগুলির ভোটের আগেও, এই বিদ্যুৎ বিলে ছাড়ের প্রসঙ্গ উঠে এসেছে। কখনও তা নির্দিষ্ট বিদ্যুৎ এ ছাড়। কখনও ইউনিট প্রতি দাম কমিয়ে আনা। চলতি বছরে দেশের এক কোটি বাড়িতে প্রতি মাসে ৩০০ ইউনিট করে বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রীও। এদিকে ভোটের পর এখন বিদ্যুৎ নিয়ে নয়া প্রেক্ষাপট পশ্চিমবঙ্গে।


আরও পড়ুন, কট্টর হিন্দুত্বের লাইনে শুভেন্দু, পাশে দাঁড়ালেন তথাগত, 'রাজনীতিতে সবাই সত্যিটা এভাবে..'


 রাজ্যজুড়ে একাধিক ইস্যুতে সরব বিজেপি। ভোট পরবর্তী হিংসা, লক্ষ্মীর ভাণ্ডার-সহ নানা ইস্যুতে অত্যাচার ও বঞ্চনা অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। সম্প্রতি সিঙ্গুরে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ, সিঙ্গুর থানার সামনে চলে বিজেপির বিক্ষোভ কর্মসূচি। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন বিজেপি নেতা, কর্মীরা। বিজেপির দাবি ছিল, লোকসভা ভোটের জন্য প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সাংসদ তহবিলের টাকায় উন্নয়নমূলক কাজ বন্ধ ছিল। সেই কাজ কতটা এগিয়েছে, তা দেখতে গিয়ে তৃণমূলের বাধার মুখে পড়েছিলেন সিঙ্গুরের বাগডাঙা ছিনামোড় পঞ্চায়েতের বিজেপি সদস্য।তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগ। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সিঙ্গুর থানার সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন বিজেপি নেতা, কর্মীরা। যদিও হামলা-যোগ অস্বীকার করে তৃণমূল। 


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।