BSNL 395 Day Plan: রিচার্জ প্ল্যানের ট্যারিফ (Rechrage Plan Tariff) বাড়িয়েছে রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া- এই তিনটি সংস্থাই। তবে এই সময়ে নজর কেড়েছে সরকারি সংস্থা বিএসএনএল- এর বিভিন্ন রিচার্জ প্ল্যান (BSNL Recharge Plans)। সম্প্রতি ভারতের বেশ কিছু রাজ্যে ৩৯৫ দিনের একটি রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে বিএসএনএল (BSNL 395 Day Recharge Plan)। অর্থাৎ ১৩ মাস চালু থাকবে এই রিচার্জ প্ল্যান। বিএসএনএল- এর ৩৯৫ দিনের মেয়াদ যুক্ত এই রিচার্জ প্ল্যানের খরচ ২৩৯৯ টাকা। হিসেব করলে দেখা যাচ্ছে প্রতি মাসে ২০০ টাকা মতো খরচ পড়বে এই রিচার্জ প্ল্যানের জন্য। প্রসঙ্গত উল্লেখ্য, বিএসএনএল- এর এই রিচার্জ প্ল্যানে ৪জি পরিষেবা পাওয়া যাবে।


এবার দেখে নেওয়া যাক ৩৯৫ দিনের এই রিচার্জ প্ল্যানে ইউজাররা কী কী সুবিধা পাবেন 



  • প্রতিদিন পাওয়া যাবে ২ জিবি হাই-স্পিড ডেটা। 

  • এর পাশাপাশি প্রতিদিনে ১০০ ফ্রি এসএমএসের সুবিধাও থাকবে। 

  • আর পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা। সমস্ত নেটওয়ার্কে এই পরিষেবা পাওয়া যাবে। 

  • অতিরিক্ত সুবিধা হিসেবে বিএসএনএল- এর এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পাবেন ফ্রি রোমিং সাপোর্ট।

  • এছাড়াও পাওয়া যাবে জিং মিউজিক, বিএসএনএল টিউনস, হার্ডি গেমস, চ্যালেঞ্জার অ্যারেনা গেমস এবং গেমঅন অ্যাস্ট্রোটেল- এইসবের পরিষেবা। 


দীর্ঘমেয়াদি জিও- র রিচার্জ প্ল্যানের খরচ কত বেড়েছে আগের তুলনায় 



  • এতদিন ১৫৫৯ টাকায় ২৪ জিবি ডেটা পাওয়া যায় ৩৩৬ দিনের জন্য। ৩ জুলাই থেকে এই প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে ১৮৯৯ টাকা। যাঁরা জিও- র এই প্ল্যান রিচার্জ করেন তাঁদের এবার থেকে ৩৪০ টাকা অতিরিক্ত খরচ করতে হবে। 

  • ২৯৯৯ টাকায় এতদিন গ্রাহকরা প্রতিদিন ২.৫ জিবি করে ডেটা পেতেন ৩৬৫ দিনের জন্য। এই প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে ৩৫৯৯ টাকা। জিও- র এক বছরের এই রিচার্জ প্ল্যানের খরচ একধাক্কায় ৬০০ টাকা বেড়ে গিয়েছে। 


বর্তমানে ২০০ টাকার মধ্যে জিও- র একটিই প্রিপেড রিচার্জ প্ল্যান রয়েছে। ১৫৫ টাকায় আগে ২ জিবি ডেটা পাওয়া যেত ২৮ দিনের জন্য। এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে ১৮৯ টাকা। অর্থাৎ এই প্ল্যানের খরচ বেড়েছে ৩৪ টাকা। এছাড়াও ৫১ টাকা, ১০১ টাকা এবং ১৫১ টাকা- এই তিনটি প্রিপেড রিচার্জ প্ল্যানে জিও ইউজাররা আনলিমিটেড ৫জি ডেটার পরিষেবা পাবেন। 


আরও পড়ুন- ১০ হাজার টাকার কমে কিনতে পারবেন এই ৫জি ফোন, কী কী ফিচার রয়েছে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।