Disney Plus Hotstar Free Subscription: ভারতের তিনটি জনপ্রিয় টেলিকম সংস্থা হল রিলায়েন্স জিও (Jio), ভারতী এয়ারটেল (Airtel) এবং ভোডাফোন আইডিয়া (Vodafone Idea)। এই তিনটি টেলিকম সংস্থার তরফেই বেশ কিছু রিচার্জ প্ল্যান চালু করা হয়েছে যার মাধ্যমে ইউজাররা ডিজনি প্লাস হটস্টারের (Disney Plus Hotstar) ফ্রি সাবস্ক্রিপশন পাবেন। এর পাশাপাশি থাকছে দৈনিক ফ্রি এসএমএস, আনলিমিটেড কল এবং হাই স্পিড ডেটার সুবিধা। দেখে নেওয়া যাক কোন সংস্থার কোন প্ল্যানে কী কী অফার থাকছে গ্রাহকদের জন্য।


জিও রিচার্জ প্ল্যান


১৪৯৯ টাকা- এই প্ল্যানে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ এসএমএস, দৈনিক ২ জিবি ডেটা পাবেন ইউজাররা। প্ল্যানের মেয়াদ ৮৪ দিন। অর্থাৎ মোট ১৬৮ জিবি ডেটা পাওয়া যাবে। এর সঙ্গে ইউজাররা এক বছরের জন্য ডিজনি প্লাস হটস্টারের প্রিমিয়াম সাবস্ক্রিপশন পেয়ে যাবেন একদম বিনামূল্যে। এছাড়াও থাকছে বিভিন্ন জিও অ্যাপ যেমন- জিও টিভি, জিও সিনেমা এবং আরও অনেক কিছু দেখার সুযোগ।


৪১৯৯ টাকা- এই রিচার্জ প্ল্যানের মেয়াদ ৩৬৫ দিন অর্থাৎ একবছর। এখানেও দৈনিক ১০০ এসএমএসের সুবিধা রয়েছে। প্রতিদিন ৩ জিবি ডেটা পাবেন ইউজাররা। মোট ১০৯৫ জিবি ডেটা পাওয়া যাবে। তার সঙ্গে থাকছে বিভিন্ন জিও অ্যাপ দেখার সুযোগ। আর এক বছরের জন্য ডিজনি প্লাস হটস্টারের প্রিমিয়াম সাবস্ক্রিপশন ফ্রিতে পাওয়ার সুযোগ।


এয়ারটেলের প্ল্যান


১৮১ টাকা- এই রিচার্জ প্ল্যানে দিনে ১০০ এসএমএস, ১ জিবি ডেটার সঙ্গে ৩ মাসের জন্য ডিজনি প্লাস হটস্টারের মোবাইল সাবস্ক্রিপশন পাবেন ফ্রিতে। এমনিতে এই প্ল্যানের মেয়াদ ৩০ দিন।


৩৯৯ টাকা- এই প্ল্যানের মেয়াদ ২৮ দিন। প্রতিদিন পাওয়া যাবে ২.৫ জিবি ডেটা এবং ১০০ এসএমএস। এখানেও তিনমাসের জন্য ডিজনি প্লাস হটস্টারের মোবাইল সাবস্ক্রিপশন পাওয়া যাবে ফ্রিতে।


৪৯৯ টাকা- এই রিচার্জ প্ল্যানের মেয়াদ ২৮ দিন। প্রতিদিন ২ জিবি ডেটার সঙ্গে আনলিমিটেড কলিং ফিচার এবং ১০০ এসএমএসের সুবিধা পাবেন ইউজাররা। এছাড়াও ডিজনি প্লাস হটস্টারের মোবাইল সাবস্ক্রিপশন এক বছরের জন্য পাওয়া যাবে বিনামূল্যে।


৫৯৯ টাকা- এই রিচার্জ প্ল্যানে প্রতিদিন ১০০ এসএমএস পাওয়া যাবে। এছাড়া দৈনিক ৩ জিবি ডেটা পাবেন ইউজাররা। প্ল্যানের মেয়াদ ২৮ দিন। এই প্ল্যানে ডিজনি প্লাস হটস্টারের মোবাইল সাবস্ক্রিপশন এক বছরের জন্য পাওয়া যাবে বিনামূল্যে।


৮৩৯ টাকা- এই প্ল্যানের মেয়াদ ৮৪ দিন। এখানে ইউজাররা ১০০ এসএমএস, দৈনিক ২ জিবি ডেটার সুবিধা পাবেন। এছাড়াও তিনমাসের জন্য ডজনি প্লাস হটস্টারের মোবাইল সাবস্ক্রিপশন পাওয়া যাবে ফ্রিতে।


২৯৯৯ টাকা- এই প্ল্যানে মেয়াদ ৩৬৫ দিন অর্থাৎ একবছর। এখানে আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি দৈনিক ২ জিবি ডেটা এবং প্রতিদিন ১০০ এসএমএস পাওয়া যাবে। এক বছরের জন্য ডিজনি প্লাস হটস্টারের মোবাইল সাবস্ক্রিপশন পাওয়া যাবে।


৩৩৫৯ টাকা- এই রিচার্জ প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন গ্রাহকরা। এছাড়াও দৈনিক ১০০ ফ্রি এসএমএস এবং ২.৫ জিবি ডেটা পাওয়া যাবে। প্ল্যানের মেয়াদ ৩৬৫ দিন। এই প্ল্যানে এক বছরের জন্য ডিজনি প্লাস হটস্টারের মোবাইল মেম্বারশিপ পাওয়া যাবে।


ভোডাফোন-আইডিয়ার প্ল্যান


১৫১ টাকা- এই প্ল্যানের মেয়াদ ৩০ দিন। মোট ৮ জিবি ডেটা পাওয়া যাবে এই প্ল্যানে। এছাড়াও তিনমাসের জন্য ডিজনি প্লাস হটস্টারের মোবাইল সাবস্ক্রিপশন পাবেন ইউজাররা।


৩৯৯ টাকা- এই রিচার্জ প্ল্যানের মেয়াদ ২৮ দিন। দৈনিক ২.৫ জিবি ডেটা পাওয়া যাবে। এর সঙ্গে তিনমাসের জন্য ডিজনি প্লাস হটস্টারের মোবাইল সাবস্ক্রিপশন পাবেন ইউজাররা।


৪৯৯ টাকা- এই রিচার্জ প্ল্যানের মেয়াদ ২৮ দিন। প্রতিদিন ২ জিবি ডেটা পাবেন ইউজাররা। ডিজনি প্লাস হটস্টারের মোবাইল সাবস্ক্রিপশন পাওয়া যাবে এক বছরের জন্য।


৬০১ টাকা- ভোডাফোন আইডিয়ার এই রিচার্জ প্ল্যানের মেয়াদ ২৮ দিন। দৈনিক ৩ জিবি ডেটার সুবিধা পাবেন গ্রাহকরা। এছাড়াও এক বছরের জন্য ডিজনি প্লাস হটস্টারের মোবাইল সাবস্ক্রিপশন পাবেন ইউজাররা। আর ১৬ জিবি অতিরিক্ত ডেটাও পাওয়া যাবে।


৯০১ টাকা- এই প্ল্যানের মেয়াদ ৭০ দিন। প্রতিদিন ৩ জিবি ডেটা পাওয়া যাবে। অতিরিক্ত ৪৮ জিবি ডেটাও পাবেন ইউজাররা। এর সঙ্গে একবছরের জন্য ডিজনি প্লাস হটস্টারের মোবাইল সাবস্ক্রিপশন পাওয়া যাবে।


১০৬৬ টাকা- এই রিচার্জ প্ল্যানের মেয়াদ ৮৪ দিন। প্রতিদিন ২ জিবি ডেটার সুবিধা পাওয়া যাবে এই প্ল্যানে। এর সঙ্গে একবছরের জন্য ডিজনি প্লাস হটস্টারের মোবাইল সাবস্ক্রিপশন পাওয়া যাবে।


৩০৯৯ টাকা- এই প্ল্যানের মেয়াদ ৩৬৫ দিন অর্থাৎ একবছর। প্রতিদিন ২ জিবি করে ডেটা পাবেন ইউজাররা। অতিরিক্ত ডেটা পাবেন ৭৫ জিবি। এছাড়াও একবছরের জন্য ডিজনি প্লাস হটস্টারের মোবাইল সাবস্ক্রিপশন পাওয়া যাবে।


আরও পড়ুন- ভিডিও কলে একসঙ্গে ৩২ জন, গ্রুপে হাজারের বেশি লোক! চমকে দেওয়া নতুন ফিচার হোয়াটসঅ্যাপে