Electric Bike In India: ভারতে অবশেষে তাদের ইলেকট্রিক রেঞ্জার ক্রুজার বাইক ও ভেনিস স্কুটার লঞ্চ করল Komaki। দেশের প্রথম ইলেকট্রিক ক্রুজার বাইক হিসাবে নাম লিখিয়েছে রেঞ্জার। ইতিমধ্যেই ইন্ডিয়ান মোটরসাইকেল, হার্লে ডেভিডসন ও রয়্যাল এনফিল্ডের মতো IC ইঞ্জিন ক্রুজারগুলির সাথে উঁচু মান তৈরি করেছে কোম্পানি।
এই রেঞ্জার ক্রুজারে বড় মোটা চাকার পাশাপাশি প্রচুর ক্রোমের ব্যবহার করেছে কোম্পানি। সঙ্গে পাবেন মার্জিত রঙের ব্যবহার। তবে শুধু ক্রুজার নয়, বাইকের পাশাপাশি বৈদ্যুতিক স্কুটার নিয়ে এসেছে কোম্পানি। যার নাম দেওয়া হয়েছে ভেনিস। ঐতিহ্যবাহী লুক, আরামে চালানোর সুবিধা সহ একটি স্টাইলিশ নতুন স্কুটার হল ভেনিস। এতে একটি 3kw মোটর ও 2.9kw ব্যাটারি প্যাক রয়েছে। যা 9টি রঙে বাজারে আসবে৷
Komaki Ranger Electric Cruiser: এই ক্রুজার বাইকটিতে একটি 4kW ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। এর আগে ভারতের কোনও টু-হুইলারে এত বড় প্যাক ব্যবহার করা হয়নি। রেঞ্জার এক চার্জে 180-220 কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। এটি বাইকারদের জন্য একটি দারুণ খুশির খবর নিয়ে এসেছে। বিশেষ করে যারা লম্বা সফরে যেতে পছন্দ করেন, তাদের জন্য এই ক্রুজার হতে পারে আদর্শ বাইক। রেঞ্জারে রয়েছে 4000 ওয়াটের মোটর। গারনেট রেড, ডিপ ব্লু ও জেট ব্ল্যাক- এই তিনটি রঙে গ্রাহকদের জন্য শোরুমে থাকবে এই বাইক। বিলাসবহুল এই বাইকে ব্লুটুথ, সাউন্ড সিস্টেম, সাইড স্ট্যান্ড সেন্সর, ক্রুজ কন্ট্রোল ফিচার, অ্যান্টি-থেফট লক সিস্টেম ও ডুয়াল স্টোরেজ বক্স সহ অনেক বৈশিষ্ট্য রয়েছে।
Komaki Ranger Electric Cruiser Price:
কোমাকি রেঞ্জার ও ভেনিস স্কুটার ২৬ জানুয়ারি থেকে সব কোমাকি ডিলারশিপে পাওয়া যাবে। রেঞ্জারের এক্স-শোরুম মূল্য 1,68,000 টাকা ও ভেনিস পাওয়া যাবে 1,15,000 টাকায়। Komaki বাইকের বৈশিষ্ট্য-লোড ও এর দুর্দান্ত মাইলেজ বাইকারদের কাছে এক আকর্ষণের বিষয়। দেশের প্রথম ইলেকট্রিক ক্রুজার বাইক নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে বাইক বাজারে।