Koo App: ভারতে ট্যুইটারকে পাল্লা দেওয়ার জন্যই তৈরি হয়েছিল কু (Koo)। এবার এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের তরফে জানানো হয়েছে, ট্যুইটার (Twitter) থেকে ছাঁটাই হওয়া কর্মীদের নিয়োগ করতে ইচ্ছুক এই সংস্থা। কু- এর সহ-প্রতিষ্ঠাতা Mayank Bidawatka জানিয়েছেন, তাঁদের সংস্থায় তাঁরা নতুন কর্মী নিয়োগ করতে ইচ্ছুক। বিশেষ করে ট্যুইটার থেকে যাঁদের ইলন মাস্ক ছাঁটাই করেছেন তাঁদের নিয়োগ করতেই আগ্রহী কু- এর সহ-প্রতিষ্ঠাতা। প্রসঙ্গত উল্লেখ্য, ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্যাপক হারে কর্মী ছাঁটাই করছেন ইলন মাস্ক। অন্যদিকে ট্যুইটারের নতুন নিয়ম শুনেও ইতিমধ্যেই চাকরি ছেড়েছেন অনেকে। তাঁদেরকেই নিয়োগ করতে চান কু-এর সহ-প্রতিষ্ঠাতা। ট্যুইট করেও একথা জানিয়েছেন Mayank Bidawatka।
এর পাশাপাশি তিনি ট্যুইটে লিখেছেন যে ইউজারদের পুরনো সমস্ত ট্যুইট কু- তে নিয়ে আসার ব্যবস্থাও দ্রুত চালু হবে। খুব সহজেই একাজ করা যাবে। এমনকি পুরনো ট্যুইটার অ্যাকাউন্টও খুঁজে পাওয়া যাবে কু- এর মাধ্যমেই। সেই সঙ্গে আবার জানা গিয়েছে, খুব তাড়াতাড়ি আমেরিকাতেও চালু হতে চলেছে কু অ্যাপ। এমনকি বাংলাদেশ, ফিলিপিন্স, মধ্য প্রাচ্য এবং আফ্রিকাতেও কু লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।
২০২০ সালের মার্চ মাসে লঞ্চ হয়েছিল কু। চলতি মাসের শুরুর দিকে কু অ্যাপের তরফে জানানো হয়েছিল যে তাদের ৫০ মিলিয়ন ডাউনলোড সম্পন্ন হয়েছে। ১০টি ভারতীয় ভাষার সাপোর্ট রয়েছে কু অ্যাপে। অর্থাৎ ভারতের মোট ১০টি আঞ্চলিক ভাষার সাহায্যে কু অ্যাপের মাধ্যমে সংযোগ স্থাপন করতে পারবেন ইউজাররা। বর্তমানে কু অ্যাপে ইংরেজির পাশপাশি বাংলা, হিন্দি, অহমিয়া, তামিল, তেলুগু, মারাঠি, কন্নড়, গুজরাতি এবং পাঞ্জাবি ভাষার সাপোর্ট রয়েছে। অর্থাৎ নিজের মাতৃভাষায় কু অ্যাপে আপডেট দেওয়ার সুযোগ থাকছে। ইতিমধ্যেই কু অ্যাপে যুক্ত হওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা নিজেদের অনুগামীদের সঙ্গে আঞ্চলিক ভাষাতেই সংযোগ স্থাপন করেছেন। এক্ষেত্রে সাহায্য করবে কু অ্যাপের মাল্টি ল্যাঙ্গুয়েজ ফিচার যাকে বলা হয় Multi Language Koo।
আরও পড়ুন- ২০২৩ সালে আরও কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা, জানালেন খোদ অ্যামাজনের সিইও