Job Cuts: উৎসবের মরশুমে আবারও এক সংস্থায় হবে কর্মী ছাঁটাই। ১৪০০ কর্মী কাজ হারাবেন। ক্রেডিট কার্ড সংস্থা ভিসা এবার কর্মী ছাঁটাইয়ের (Layoff) সিদ্ধান্ত নিয়েছে। এই সংস্থার ১৪০০ কর্মী ও চুক্তিভিত্তিক শ্রমিককে ছাঁটাই করা হবে। এই সংস্থা মূলত তার আন্তর্জাতিক অপারেশনস স্ট্রিমলাইন (Job Cuts) করার পরিকল্পনা করছে এবং এই বছরের শেষের দিকেই কর্মী ছাঁটাই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছে ভিসা।


সংবাদসূত্রে জানা গিয়েছে এই সংস্থা মুখ্যত সমস্ত প্রযুক্তি বিভাগের কর্মীদেরকেই ছাঁটাই করছে। সেই প্রতিবেদনে এও বলা হয়, সমগ্র কর্মী ছাঁটাইয়ের মধ্যে ১০০০ জন মুখ্যত কাজ হারাবেন প্রযুক্তি বিভাগের কর্মীদের মধ্যে থেকেই। এখানেই শেষ নয়, আগামী দিনে আরও কর্মী ছাঁটাই হবে এই সংস্থায়। টেক রোলের পর এবার মার্চেন্ট সেলস বিভাগ এবং গ্লোবাল ডিজিটাল পার্টনারশিপ থেকে ছাঁটাই করা হবে। এমনটাই জানানো হয়েছে সেই সংস্থার পক্ষ থেকে।


এই প্রতিবেদনে বলা হয়েছে এর আগের সপ্তাহেও কিছু কিছু ক্ষেত্রে ছাঁটাই হয়েছে এই সংস্থায়। তবে এই সংস্থা বলা ভাল এই কার্ড-জায়ান্ট এই বছরের শেষ পর্যন্ত তাদের কর্মীদের গ্লোবাল ডিজিটাল পার্টনারশিপের একটি অংশ-দল হিসেবে কাজে রাখবে বলে জানিয়েছে। এই সংস্থার মুখপাত্র জানিয়েছেন যে ভিসা তাদের অপারেশন মডেল আরো উন্নত করার চেষ্টা করছে যাতে গ্রোথ আনা যায় সংস্থায়। এই কারণে কিছু কিছু চাকরির পদ বন্ধ হতে পারে। আগামীদিনে আরও কিছু লোক নেওয়া হবে এই সংস্থায়। ২০২২-২৩ অর্থবর্ষের শেষে ভিসা সংস্থা মোট ২৮,৮০০ কর্মী নিয়োগ করেছিল তাদের সংস্থায়।


বিশ্বজুড়ে টেক দুনিয়ায় চলছে কর্মী ছাঁটাইয়ের আবহ। সম্প্রতি কয়েক মাস আগেই জানা গিয়েছিল চিপ নির্মাতা সংস্থা ইনটেল ১৩০০ কর্মী ছাঁটাই করেছে। ওরেগাঁও সংস্থাও কস্ট কাটিং করার চেষ্টায় রয়েছে। মূলত চারটি অফিসে প্রভাব ফেলবে এই কর্মী ছাঁটাই। এছাড়া বড় বড় জায়ান্ট সংস্থা অ্যাপল, মেটা, গুগল, মাইক্রোসফটেও এই বছর কর্মী ছাঁটাই হয়েছে। এই বছরের শুরুতে গুগল তাঁর সম্পূর্ণ পাইথনের টিমকেই ছাঁটাই করেছিল।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Gold Buying: দীপাবলিতে পুরনো সোনার গয়না বদলে নতুন গয়না কিনছেন ? কত ট্যাক্স দিতে হবে জানেন ?