মুম্বই: রবীন্দ্র জাডেজার ওপর বেজায় চটেছে ভারতীয় ক্রিকেট দল। হাঁটুর চোটের জন্য এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছিলেন। পর অস্ত্রোপচারও করিয়েছিলেন। কিন্তু যা পরিস্থিতি তাতে জাডেজা হয়ত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে যাবেন। কিন্তু এই পরিস্থিতিতে জাডেজার চোট পাওয়ার কারণে বেজায় চটেছে বোর্ড।
পাকিস্তান ম্য়াচের পর একদিন ক্রিকেটে বাইরে বিচে সময় কাটিয়েছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। কেউ বিচ বল খেলছিলেন তো কেউ কায়াকি করছিলেন। এই সময়ই স্কি বোর্ডের ওপর দাঁড়িয়ে থাকা জাডেজার আচমকাই পড়ে যান। এরপরই তাঁর চোট লাগে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা বলেন, ''স্কি বোর্ডের উপর দাঁড়িয়ে খেলা করছিল জাডেজা। সেটা অনুশীলনের অংশ ছিল না। কোনও দরকারই ছিল না ওটা করার। দেহের ভারসাম্য রাখতে না পেরে পড়ে যায়। তাতেই হাঁটুতে লাগে জাডেজার। এতটাই বড় চোট হয়ে গেল যে অস্ত্রোপচার করতে হল।''
অনুশীলনের ফাঁকে যতই চাপ কমাতে নতুন ধরণের কার্যকলাপে সামিল হয়েছিল ভারতীয় দল। জাডেজার এই স্কি বোর্ড নিয়ে খেলার কোনও যুক্তি দেখছে না বোর্ড। সেই কর্তা আরও বলেন, ''কোচ রাহুল দ্রাবিড় শান্ত রয়েছেন। এটা অবাক করে দিয়েছে আমাকে। এই ঘটনায় দ্রাবিড়ের প্রশ্ন তুলেছিল। শেষ কথা, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না জাডেজার।''
এদিকে, আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আসর। আর সেই টুর্নামেন্টের জন্য ভারতীয় স্কোয়াড ঘােষণা হতে পারে আগামী ১৬ সেপ্টেম্বর। এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও দিন জানানো না হলেও, সূত্রের খবর সেদিনই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা হতে পারে। রোহিত শর্মার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামবে ভারতীয় দল।
এশিয়া কাপে বিশ্রামে ছিলেন যশপ্রীত বুমরা ও হর্ষল পটেল। ২ জনেই চোট পেয়েছিলেন তার আগে। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব সেরেছিলেন ২ জনে। কিন্তু এখনও পর্যন্ত ২ জন আদৌ খেলতে পারবেন কি না, তা নিয়ে নিশ্চিত নয় বোর্ড। তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পেস বিভাগে বুমরার না থাকা মানে বিশাল বড়় ধাক্কা ভারতীয় শিবিরে।
এশিয়া কাপে যা হাড়ে হাড়ে টের পেয়েছে দল। বোর্ডের তরফে মনে করা হচ্ছে যে বিশ্বকাপের যেহেতু এখনও এক মাস বাকি, তাই এই সময়ের মধ্যে আরও সুস্থ হয়ে উঠতে পারবেন বুমরা, হর্ষল।