Insurance Scheme: বিমা ছাড়া আজকালকার দিনে চলাই উচিত নয়। জীবনবিমা যেন এখন আমাদের অপরিহার্য একটি অঙ্গ হয়ে উঠেছে। আর এই বিমার ক্ষেত্রেই সরকারি বিমা সংস্থা LIC নিত্য নতুন প্রকল্প নিয়ে আসে মাঝেমাঝেই। একেক প্রকল্পের একেক রকম সুবিধে। আপনার নিজের যেমন বিমার প্রয়োজন, তেমনই এবার আপনার সন্তানের বিমার কথা মাথায় রেখেই নতুন এক প্রকল্প নিয়ে এল LIC সংস্থা। বিমার নাম 'অমৃতবাল চিলড্রেন প্ল্যান'। এই প্রকল্পের অধীনে আপনার শিশুটিও সুরক্ষিত থাকবে। LIC-র এই বিশেষ Children Plan-এ কী কী সুবিধে থাকছে ?


কী নতুন প্ল্যান LIC-র


লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া ওরফে LIC-র পক্ষ থেকে একটি নয়া এনডাওমেন্ট প্ল্যান চালু করা হয়েছে যেখানে বিমার চুক্তির মেয়াদের পর কিংবা বিমায় নথিভুক্ত ব্যক্তির মৃত্যুর পর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা গ্রাহককে দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয় বিমাসংস্থা। LIC-র এই Amritbaal Children Plan মূলত Individual Saving Life Insurance প্ল্যান। ১৭ ফেব্রুয়ারি থেকেই এই পলিসিটি চালু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। অনলাইন এবং অফলাইন দুটি মাধ্যমেই এই পলিসি নিতে পারবেন আগ্রহী গ্রাহকেরা। মূলত শিশুর উচ্চশিক্ষা এবং অন্যান্য প্রয়োজনে একটি বড় অঙ্কের টাকা জমাতে সাহায্য করবে এই প্ল্যান।


বয়সসীমা


LIC-র পক্ষ থেকে জানা গিয়েছে, সর্বনিম্ন ৩০ দিন থেকে সর্বোচ্চ ১৩ বছর বয়সের শিশুরা এই প্ল্যানের অধীনে বিমার সুবিধে পেতে পারে। কোনও অভিভাবক চাইলে তাঁদের সন্তানের জন্য এই বয়সসীমায় প্ল্যান নিতে পারেন।


কী কী সুবিধে


এই পলিসির অধীনে প্রতি ১০০০ টাকা জমায় LIC-র পক্ষ থেকে Sum Assured হিসেবে ৮০ টাকা করে জমা পড়বে আপনার বিমায় যা এই বিমার (Amritbaal Children Plan) মেয়াদ ফুরোলে সবশেষে এক লপ্তে পাওয়া যাবে। প্রত্যেক পলিসি ইয়ারেই এই টাকা জমা পড়বে নির্দিষ্ট হারে।


সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ২৫ বছর বয়সের মধ্যেই মেয়াদ শেষ হবে এই বিমার। ১৮-২৫ বছর হল ম্যাচিওরিটির মেয়াদ। এক্ষেত্রে ২ লক্ষ টাকা ন্যূনতম হতে হবে Sum Assured-এর পরিমাণ। তবে এর কোনও উর্ধ্বসীমা সেভাবে উল্লিখিত নেই। তবে সর্বোচ্চ কত টাকা দেওয়া যেতে পারে, তা সংস্থার বিবেচনাধীন কোনও কোনও ক্ষেত্রে।


পলিসি (LIC Plan) ম্যাচিওর করার পরে ম্যাচিওরিটি অ্যামাউন্ট কেউ চাইলে ইনস্টলমেন্টেও নিতে পারেন ৫ বছর, ১০ বছর বা ১৫ বছরের মেয়াদে।


স্বল্প মেয়াদে যারা প্রিমিয়াম দিতে চান তাঁদের ক্ষেত্রে ৫ থেকে ৭ বছরের মেয়াদ ধার্য করা হয়েছে এবং এক্ষেত্রে পলিসির মেয়াদ হবে ন্যূনতম ১০ বছর আর একবারই প্রিমিয়াম দিতে চাইলে ন্যূনতম টার্ম ইয়ার থাকে ৫ বছর। এক্ষেত্রে পলিসি গ্রাহকরাই Sum Assured on Death-এই বিকল্প সুবিধেটি নিজে থেকে বেছে নিতে পারেন পলিসি নেওয়ার সময়।


LIC-র প্রিমিয়াম ওয়েইভার রাইডার বেনিফিট এক্ষেত্রেও পাওয়া যাবে। তবে সংস্থার অনুমোদন অনুসারে একটি অতিরিক্ত প্রিমিয়াম জমা করে বিশেষ ছাড়ও পাবেন গ্রাহকরা।


আরও পড়ুন: Ex Dividend Stocks: আপনার এই স্টকগুলি কেনা রয়েছে? তাহলে এই সপ্তাহেই হাতে আসবে টাকা!