LIC Service: গ্রাহকদের সুবিধা দিতে এবার হোয়াটসঅ্যাপ পরিষেবা শুরু করল লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)। এই নতুন পরিষেবার মাধ্যমে সহজেই বাকি থাকা প্রিমিয়াম, পলিসি স্ট্যাটাস ছাড়াও আরও পরিষেবা পাওয়া যাবে। সামান্য সমস্য়া হলেই ছুটতে হবে না LIC-র অফিসে।
Whatsapp LIC Update: এই নম্বরে অনেক সুবিধা পাওয়া যাবে
আপনার মোবাইল নম্বর থেকে আপনাকে 'হাই' (Hi) পাঠাতে হবে 8976862090 WhatsApp মোবাইল নম্বরে। যার পর এই অ্য়াপের সাহায্যে অনেক ধরনের পরিষেবা ব্যবহার করতে পারবেন গ্রাহক। পলিসিহোল্ডাররা এই পরিষেবার মাধ্যমে অনেক ধরনের সুবিধা পাবেন। যে কারণে গ্রাহকদের কোনও সমস্যায় পড়তে হবে না। এতে আপনি প্রিমিয়াম, বোনাস তথ্য, পলিসি স্ট্যাটাস, লোন এলিজিবিলিটি কোটেশন, লোন রিপেমেন্ট কোটেশন, লোন ইন্টারেস্ট, প্রিমিয়াম পেইড সার্টিফিকেট, ইউলিপ-স্টেটমেন্ট অফ ইউনিট, এলআইসি সার্ভিস লিঙ্ক, অপ্ট ইন/অপ্ট আউট সার্ভিসের সুবিধা পাবেন।
LIC Service: টুইটারে এ তথ্য জানিয়েছে এলআইসি
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে আজ এই তথ্য দিয়েছে LIC। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান এম আর কুমার এই তথ্য জানিয়েছেন। এলআইসি তাদের হোয়াটসঅ্যাপ পরিষেবা চালু করেছে। পলিসি হোল্ডারদের সমস্যার সমাধান হবে হোয়াটসঅ্যাপে।
LIC Whatsapp Service: দুই নতুন পলিসি এলআইসির
সম্প্রতি এলআইসি তার দুটি পরিকল্পনা নতুন করে চালু করেছে। LIC যার নাম দিয়েছে (LIC's New Jeevan Amar), LIC's New Tech-Term) প্ল্যান। ৩ বছর আগের এই দুটি মেয়াদি বিমা পলিসি ফের চালু করেছে কোম্পানি। এখন আপনি অনলাইন বা অফলাইন যেকোনও উপায়ে এই পলিসিগুলি কিনতে পারেন।
LIC Policy: বেসরকারি বিমা কোম্পানির মধ্যে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে রাষ্ট্রায়ত্ত এই বিমা কোম্পানি। এখনও দেশের বেশিরভাগ মানুষ আস্থা রাখেন লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)-র ওপর। জীবন বিমা ছাড়াও এই পলিসি থাকলেই ঋণ নিতে পারবেন পলিসি হোল্ডার। জেনে নিন, কীভাবে এই পলিসির মাধ্যমে অনলাইন বা অফলাইনে ঋণ নিতে পারবেন আপনি।
LIC Loan: কী কী ধরনের ঋণ নিতে পারবেন ?
সারা দেশে কোটি কোটি পলিসি হোল্ডার রয়েছে LIC-র। ভবিষ্যৎ সুরক্ষিত করতে ও আপনার আর্থিক চাহিদার কথা মাথায় রেখে এই বিমা পলিসিতে বিনিয়োগ করতে পারেন। LIC-র বিমা পলিসিতে ঋণের সুবিধা রয়েছে। হঠাৎ অর্থের প্রয়োজন হলে আপনি সহজেই এলআইসি পলিসির মাধ্যমে ব্যক্তিগত ঋণ নিতে পারবেন। ভ্রমণ, সন্তানের বিয়ে, অসুস্থতা, বাড়ি মেরামত ইত্যাদি কাজ সেরে নিতে এই ঋণ নিতে পারেন।
আরও পড়ুন : Post Office: এই সরকারি স্কিম দিচ্ছে ৬.৭ শতাংশ সুদ, প্রতি মাসে আয়ের সুযোগ